Hooghly News: বাড়িতে ঢুকে মহিলাদের ‘হুমকি’ তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কো-অর্ডিনেটর সাকির আলির পাল্টা দাবি, ‘এক মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দিতেই সেখানে গিয়েছিলাম। ওই শিক্ষক বাড়িটি জবরদখল করেছিলেন।
রিষরা: বাড়িতে ঢুকে মহিলাদের ‘হুমকি’ দিচ্ছেন তৃণমূল নেতা। সম্প্রতি রিষড়ার (Rishra) তৃণমূল কো-অর্ডিনেটরের ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে বিতর্ক ছড়াল। জানা গিয়েছে, অভিযুক্ত সাকির আলি তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Podder) স্বামী। নাসিম আখতার নামে এক স্কুল শিক্ষকের দাবি, এই ভিডিও ২০২১ সালের।
অভিযোগ, ওই শিক্ষকের বাড়িতে ঢুকে হুমকি দেন সাকির আলি। শিক্ষকের কাছ থেকে সাকির আলি তোলাও চান বলে অভিযোগ উঠেছে। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কো-অর্ডিনেটর সাকির আলির পাল্টা দাবি, ‘এক মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দিতেই সেখানে গিয়েছিলাম। ওই শিক্ষক বাড়িটি জবরদখল করেছিলেন। প্রয়োজনে সিআইডি তদন্ত করুক।' যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
কিছুদিন আগে আগে দিনহাটা (Dinhata) শহরে রেড ভলান্টিয়ারদের (Red Volunteers)বাড়ি বাড়ি গিয়ে কাজ বন্ধের জন্য হুমকি (Threat) দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। রেড ভলান্টিয়ার্সের তরফে অভিযোগ করা হয়, তাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে কাজ না করার জন্য হুমকি দিচ্ছেন দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাবির সাহা রায়চৌধুরী। রেড ভলান্টিয়ার্সের তরফে এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগও দায়ের হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ খারিজ করা হয়েছে। অভিযুক্ত পুর প্রতিনিধির দাবি, প্রচারের আলোয় আসতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
অন্যদিকে কল্যাণীর বিজেপি বিধায়ক (Kalyani BJP MLA) অম্বিকা রায়ের (Ambika Roy) নামে হুমকি পোস্টার পড়েছিল। পোস্টারে লেখা ছিল, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মাসখানেক আগে বিজেপির হোয়াটঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে বেরিয়ে গিয়েছিলেন অম্বিকা রায়। আর এবার কল্যাণীর সেই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরের পাঁচিলে দেখা গেল হুমকি পোস্টার।
পোস্টারে লেখা, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন, আপনার কাছে সময় খুব কম আছে, সাবধান। যদিও কারা পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা হয়নি। তবে পোস্টার ঘিরে শুরু হয়ে গেছে দোষারোপের পালা! পোস্টার দেওয়ার নেপথ্যে রয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। তিনি বলেন, তৃণমূলের লোকেরা পোস্টার দিয়েছে।