Rishra Violence: কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি ? রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
Fact Finding Committee on Rama Navami Violence: অশান্তির ইস্যুতে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি ? কারণ জানতে রাজ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটি।
হুগলি: রামনবমীর মিছিল (Rama Navami) ঘিরে অশান্তি (Violence) ইস্যুতে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee)। কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি ? কারণ জানতে রাজ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটি। যদিও অশান্তির পর এই মুহূর্তে ১৪৪ ধারা জারি হওয়ার পর গতকাল আইএসএফ-র প্রতিনিধি দলের রিষড়া যাওয়ার চেষ্টায় বাধা দেয় পুলিশ (Police)। আটকে দেয় কোন্নগর স্টেশনেই। মূলত রামনবমীর অশান্তির পর আরও বেশি সতর্ক প্রশাসন। যার জেরে হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti 2023) কোনও ঝুঁকি নেওয়া হয়নি।
হাইকোর্টের (High Court) নির্দেশে রাজ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। হুগলি রামনবমীর অশান্তির পর যাতে কোনওভাবেই পুনরায় অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি বজায় থাকে, তাই কড়া নজরদারি চলছে। এহেন পরিস্থিতিতে রিষড়া যাওয়ার পথে কোন্নগরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা দেওয়া হয়েছে। ভাঙ্গিহাটিতে ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ। ৩দিনের সফরে রাজ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটি।
হুগলির রিষড়ায় রাম নবমীর (Ram Navami) মিছিলে অংশ নিয়েছিলেন সেদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। অভিযোগ উঠেছিল, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান।বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, 'আমি মিছিলে ছিলাম। হঠাৎ গন্ডগোল শুরু হয়ে গেল। আমার গাড়ির সামনেই শুরু হয়। বোমের আওয়াজ আসছে। কে কোথা থেকে বোমা মারছে কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের উপর আস্থা রাখছি।'
আরও পড়ুন, ‘জয় শ্রীরাম বললে বাজারে ফ্রি-তে জিনিস পান’! আলিপুরদুয়ারে তীব্র আক্রমণে অভিষেক
গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তিনি বলেছিলেন, 'পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাতের মতো এনকাউন্টার করবে? গুলি চালাবে? আমরা তো দেখেছি বিজেপির মিছিলে যখন পুলিশের উপর আক্রমণ করেছে, তখনও পুলিশ সহনশীলতা দেখিয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করতে এটা করা হচ্ছে। বাংলায় যত শান্তি বিরাজ করবে বিজেপি ততই হারিয়ে যাবে। এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে অশান্ত করার জন্য এটা করছে বিজেপি।' যদিও গোটা ঘটনায় পুলিশি সমন্বয়ের অভাবের কথা বলছে বিশেষজ্ঞ মহল। সমন্বয়ের অভাবের কারণেই সেই সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা।