Hooghly: শ্রীরামপুরে গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে রেলব্রিজ থেকে নীচে পড়ে মৃত্যু মহিলা আরোহীর
সেতুর ওপর গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা...
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: শ্রীরামপুর রেলওয়ে ব্রিজের ওপর মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা।
বাইকের পিছনের সিট থেকে ছিটকে ব্রিজের নীচে রেললাইনে পড়ে যান আরোহীর স্ত্রী। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মহিলার।
জানা গিয়েছে, আজ সন্ধায় শ্রীরামপুর রেল ব্রীজের উপর দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন দম্পতি। পিছনে বসেছিলেন মহিলা। হঠাৎ একটি মারুতি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে।
বাইক থেকে ছিটকে ব্রীজের তলায় পরে যান মহিলা। শব্দ পেয়ে এলাকার লোকজন ছুটে আসেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মৃতার নাম অর্পিতা পাল(৩২)। বাইক চালকও আহত হয়েছেন তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
এদিকে, আরেকটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল এক যুবতীরl গুরুতর আহত আরও তিনl রবিবার সন্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কের লধুরকা পেট্রোল পাম্পের কাছেl
পুলিশ সূত্রে খবর, একটি বাইকে চেপে পুরুলিয়া শহরের আমডিহার বাসিন্দা শুভজিৎ বিশ্বাস ও হুচুক পাড়ার বাসিন্দা ঋত্বিকা গুপ্তা বাইকে চেপে লক্ষণপুর থেকে পুরুলিয়া দিকে আসছিলেনl সেই সময় লধুড়কা পেট্রোল পাম্প থেকে তেল ভরে দুই যুবক বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেনl
সেই সময় হটাৎ দ্রুত গতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা দুজনকে ধাক্কা মারেl ঘটনাস্থলে যখম হন চারজনইl
স্থানীয়দের তৎপরতায় তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঋত্বিকা গুপ্তাকে(২৩) মৃত ঘোষণা করেন চিকিৎসকরাl
অন্যদিকে তাঁর সঙ্গী শুভজিৎ বিশ্বাস আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়l অন্যদিকে, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালেl তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: চলন্ত বাইক থেকে ছিটকে সম্প্রীতি উড়ালপুলের নীচে পড়ে মৃত্যু এক কিশোরের