![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hooghly Accident: হরিপালে গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত দুই বাইক আরোহী
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন দুপুর বেলা অহল্যাবাই রোডের ইলিপুরে একটি মোটর বাইকের সাথে একটি বেসরকারি গাড়ির মুখোমুখি জোরাল সংঘর্ষ হয়।
![Hooghly Accident: হরিপালে গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত দুই বাইক আরোহী Hooghly Two bike riders were killed in a collision with a car at Haripal Hooghly Accident: হরিপালে গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত দুই বাইক আরোহী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/13/7e7d7133c8e8feab0e00ceb41f9a3419_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সোমনাথ মিত্র, হুগলি : মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির। ঘটনায় আহত আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার ইলিপুরে অহল্যাবাই রোডে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন দুপুর বেলা অহল্যাবাই রোডের ইলিপুরে একটি মোটর বাইকের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি জোরাল সংঘর্ষ হয়। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ২ জন মোটর বাইক আরোহী। সংঘর্ষের জেরে পাশের নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মোটর বাইকের সামনের চাকা ভেঙে ছিটকে বেরিয়ে যায়। ঘটনার পরেই স্থানীয় ইলিপুর পঞ্চায়েত থেকে লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। গাড়ির আরোহীদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। পুলিশ এসে রক্তাক্ত দুই বাইক আরোহীকে তুলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষনা করা হয় দুজনকে। মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায় নি।
Coochbehar Accident: মাথাভাঙায় চাকা খুলে ডোবায় পড়ল গাড়ি, ডুবে মৃত্যু তিন আরোহীর
গতকালই হাসপাতালে যাওয়ার পথে হুগলির চন্ডীতলায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরও চারজন।আঁইয়া হাসপাতাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এক প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। চন্ডীতলা-২ ব্লকের বিডিও অফিসের সামনে অহল্যা বাই রোডে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের।ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবী পন্ডিত(৩৫) নামে এক মহিলার।অ্যাম্বুলেন্স চালক ও তিন যাত্রী আহত হযন।তাঁদের চন্ডীতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।জানা গেছে, জাঙ্গীপাড়ার রামহাটি গ্রামে বাড়ি অ্যাম্বুলেন্স সওয়ারিদের। গতকাল সকালে প্রসূতিকে চন্ডীতলার আঁইয়া হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।লরিটিকে আটক করেছে পুলিশ।চালক পলাতক হয়ে যান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)