Hoogly News: টিউবওয়েল থেকে জল তুলে বিক্রির অভিযোগ, অভিযান চালিয়ে বেআইনি কারবার বন্ধ করল প্রশাসন
পানীয় জলের অবৈধ কারখানা চালানোর অভিযোগে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অভিযান চালিয়েছিল পুলিশ। শুক্রবার একই অভিযোগে হুগলির (Hoogly) কোন্নগরে, বন্ধ করে দেওয়া হল পানীয় জলের কারবার।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কোন্নগরে (Konnogar) অনুমতি ছাড়াই ডিপ টিউবওয়েল থেকে জল তুলে তা পরিশোধন করে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেআইনি কারবার বন্ধ করে দিল চন্দননগর কমিশনারেট ও কানাইপুর পঞ্চায়েত। অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন বলে স্বীকার করেছেন কয়েকজন ব্যবসায়ী।
পানীয় জলের অবৈধ কারখানা চালানোর অভিযোগে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার (North 24 pARGANA) মধ্যমগ্রামে অভিযান চালিয়েছিল পুলিশ। শুক্রবার একই অভিযোগে হুগলির (Hoogly) কোন্নগরে, বন্ধ করে দেওয়া হল পানীয় জলের কারবার।
তীব্র গরমে জলের সমস্যায় পড়েছেন কানাইপুর (Kanaipur) পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন। অনেক জায়গাতেই জল মিলছে না। স্থানীয় সূত্রে খবর, এক শ্রেণির ব্যবসায়ী অনুমতি না নিয়েই ডিপ টিউপওয়েল থেকে জল তুলছেন।
এরপর পরিশোধন করে তা ড্রামে ভরে বিক্রি করা হত। বেআইনি কারবারের অভিযোগ পেয়ে, এদিন অভিযান চালায় স্থানীয় পঞ্চায়েত ও চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionarate)। বৈধ কাগজ না থাকায় বন্ধ করে দেওয়া হয় কারবার।
কোন্নগর কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের কথায়,আমাদের কাছে অভিযোগ এসেছিল, চিঠি দিয়েছিলাম, জবাব না পাওয়ায় পদক্ষেপ করেছি। অনুমতি ছাড়াই যে পানীয় জলের কারবার চালাচ্ছিলেন, তা স্বীকার করে নেন কয়েকজন ব্যবসায়ী।
কোন্নগর কানাইপুরের জল ব্যবসায়ী বিশ্বজিৎ সাউ জানিয়েছেন, পাড়ায় জল দিচ্ছিলাম, বাইরে দিচ্ছিলাম না, তাই অনুমতি নেওয়া হয়নি। অভিযুক্ত জল ব্যবসায়ী অনুপম ধর বলছেন, ভুল একটা হয়েছে, আর হবে না। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, বেআইনি জলের কারবার বন্ধ করতে আগামী দিনেও অভিযান চলবে।
অন্যদিকে প্রবল গরমে জলসঙ্কট চরমে উঠেছে মালদার গাজোল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের। গ্রামবাসীদের দাবি, পুকুরের জল খাওয়ায় বহু মানুষ চর্মরোগে ভুগছেন। অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সমাধানের আশ