Kalyan On Rajib : 'শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি' , রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ
Kalyan Banerjee Expresses Anger On Rajib Banerjee : রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার পর, দলের একাংশেই তৈরি হয়েছে ক্ষোভ। এবার ‘দলবদল’ নিয়ে সুরেলা ‘খোঁচা’ কল্যাণের।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কখনও কথা, কখনও গান। কখনও ‘মমতাদি’...কখনও ‘মোদিজি’। কখনও ‘গঙ্গা’, কখনও ‘মেঘনা’। ‘দলবদল’ নিয়ে সুরেলা ‘খোঁচা’ কল্যাণের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের অন্দরেই। সরাসরি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় পাল্টা কিছু না বললেও, থামেননি কল্যাণ। হুগলিত কালীপুজো উদ্বোধনে গিয়েও মুখ খুললেন। গাইলেন গান। কার্যত বিদ্রুপ করে, ক্ষমা চাইলেন দলত্যাগীদের কাছে। নাম করেই বললেন, শুভেন্দু অধিকারীও আবার কবে দলে ফিরে আসেন জানি না ... তৃণমৃল ত্যাগীদের বিরুদ্ধে কথা বলেছি, ক্ষমা চাইছি ! সুরে সুরে বললেন ....
' এপাড় ওপাড় কোন পাড়েতে জানি না... মানে কখন তৃণমূল, কখন বিজেপি... এপাড় ওপাড় কোন পাড়েতে জানি না... আমি সব পাড়েতেই আছি'
আরও পড়ুন -
বিধানসভা ভোটের আগে হিমাচল প্রদেশে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিল কংগ্রেস
রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের একাংশের মধ্যেই। বিধানসভা ভোটের আগে ৩০ জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে, অমিত শাহর হাত ধরে, বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা ভোটে রাজীব নিজে হেরেছেন। বিজেপিও হেরেছে! এবার সেই তিনিই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন। তারপরই ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার হুগলিতে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আবার মুখে তীব্র খোঁচা ! বললেন ... ' যাদের যাদের বলেছিলাম, কেউ রাগ করিস না ভাই... আবার কবে চলে এসে আমার থেকেও কাছের হয়ে যাবি !!'
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া, অনেক নেতাই এখন আবার তৃণমূলে ফিরছেন। তালিকায় সর্বশেষ সংযোজন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার প্যারোডি গেয়ে, এই নেতাদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তখনই বলেনছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে জয়েন করিয়েছেন, তাই মেনে নিতেই হবে! 'এরকম টপ টু বটম কোরাপটেড লোককে নেওয়া হল কেন?' প্রশ্ন তুলেছিলেন তিনি।
বিজেপি-তৃণমূলের মধ্যে নেতাদের এই যাতায়াত নিয়ে মঙ্গলবারও ফের এনিয়ে খোঁচা দেন তিনি। তবে এবার প্যারোডির মাধ্যমে। তারপর নেতাদের বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরা নিয়ে যা বলেন, তাতেও তাঁর অভিমানের সুরই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। তিনি বলেন, ' আরও অনেকে আসবে... দেখ না... শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি... আবার কখন এসে আমার থেকেও বেশি কাছের হয়ে যাবি'
মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনে সবক’টিতে জিতেছে তৃণমূল। আর সেদিনই তৃণমূল সাংসদের গলায় কখনও কটাক্ষ, কখনও অভিমানের সুর।