Hooghly: বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এবার ব্যান্ডলে, চলছে শেষ মুহূর্তের পরিদর্শন
Hooghly News: রবিবার ব্যান্ডেল স্টেশনে নব নির্মিত ইআইএস কেবিনে ইলেকট্রনিক সিস্টেমের কাজ খতিয়ে দেখেন রেল আধিকারিক ও নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। কেবিনে দুটি বড় প্যানেল বোর্ড বসানো হয়েছে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল (হুগলি): ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম (Electronic Interlocking System) দেশের মধ্যে তো বটেই বিশ্বে সবচেয়ে বড় রুট এবার ব্যান্ডেলে (Bandel)। আর কিছুদিনেই আনুষ্ঠানিকভাবে চালু হবে এই ব্যবস্থা।
ব্যান্ডেলে এবার ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম
দেশে শতাধিক স্টশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বা ইআইএস (EIS) চালু হয়েছে। খড়্গপুরে (Kharagpur) রয়েছে ৮০০ রুট। ব্যান্ডেলে সেটাই ১০০২টি রুট করা হল। ইআইএস চালু হবে আগামী ৩০ মে। ওইদিন পূর্ব রেলের রেল সেফটি ম্যানেজার পরিদর্শন করার পর আনুষ্ঠানিক ভাবে চালু হবে এই ব্যবস্থা।
বৃটিশ রুট রিলে ইন্টার লকিং সিস্টেম বাতিল করে ইআইএস চালু হবে। আগে যা ছিল ম্যানুয়াল এবার সেটাই পুরোপুরি ইলেকট্রনিক হতে চলেছে। এর ফলে ট্রেনের গতি বাড়বে। অনেক বেশি ট্রেন চালানো যাবে রুটে। ইন্ডোর মেন্টেনেন্সে কোনও লোক লাগবে না। এর ফলে ট্রেন দুর্ঘটনার প্রবণতা কমবে। কুয়াশাতেও সিগন্যালের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।
রবিবার ব্যান্ডেল স্টেশনে নব নির্মিত ইআইএস কেবিনে ইলেকট্রনিক সিস্টেমের কাজ খতিয়ে দেখেন রেল আধিকারিক ও নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। কেবিনে দুটি বড় প্যানেল বোর্ড বসানো হয়েছে। যার মাধ্যমে গোটা সিস্টেমটা অপারেট করা হবে। আধুনিক এই ইন্টারলকিং সিস্টেমে কাজ করছে পরম এন্টারপ্রাইজ। জার্মান প্রযুক্তিতে এই কাজ সম্পন্ন করছে সিমেনস্।
রেলের এসএসসি সিগন্যাল ওয়ার্কস হাওড়া অনিল কুমার মণ্ডল বলেন, 'আগেও রেলের নিরাপত্তা ছিল। এখন আরও বেশি নিরাপত্তা পাওয়া যাবে এই ব্যবস্থায়। এটা এত অত্যাধুনিক হচ্ছে যেটা আগে কোথাও হয়নি। আগে বৃটিশ ইন্টারলকিং ছিল, সেটাই পরিবর্তন করা হচ্ছে। ট্রেন কতদূর গেছে বা আসছে তা মনিটারে দেখা যাবে। ডুয়েল সিস্টেমে কাজ চলবে। একটা বসে গেলে আরেকটা অটোমেটিক কাজ করবে।'
আরও পড়ুন: Bowbazar Building Demolish: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু আজ
পরম এন্টারপ্রাইজের এমডি পুনিত পাঠক বলেন, 'এই ইন্টারলকিং সিস্টেম দেশের মধ্যে আর কোথাও হয়নি। বিশ্বেও এটি প্রথম। খড়্গপুরে করা হয়েছে তবে এতবড় হয়নি।এর ফলে গতিতে অনেক বেশি ট্রেন চলবে।'
সিমেনসের কৃষ্ণার্জুন চট্টোপাধ্যায় বলেন, 'ব্যান্ডেল স্টেশনে ইআই চালু করতে চলেছি। সব থেকে বড় যেখানে ১০০২ রুট আছে। ব্যান্ডেল থেকে হাওড়া, বর্ধমান, কাটোয়া এবং নৈহাটি লাইন রয়েছে। এই রুটগুলোতে অনেক বেশি ট্রেন এবং গতিতে ট্রেন চলবে। যাত্রী সুরক্ষা সবচেয়ে আগে দেখা হবে। পুরনো থেকে নতুন সিস্টেম চালু করতে ট্রাক থেকে বিদ্যুৎ সবকিছুর জন্য তিনদিন ২৭ থেকে ২৯ মে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। রেল যদি আগামী দিনে চারটে পাঁচটা স্টেশনকে নিয়ে সেন্ট্রালাইজ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা সিটিসি করতে চায় তাহলে ইআই অনেক সাহায্য করবে। কোনও কারণে ট্রেনের ড্রাইভার যদি সিগন্যাল না বুঝতে পারেন তাতেও কোনও অসুবিধা হবে না। পরবর্তীকালে বাড়তি কিছু ফিচারস যোগ করলে ইঞ্জিনের কাজও ইআই করতে পারবে।