Maoist Poster: রিষড়ায় মাওবাদী পোস্টার! আজব কারসাজি করে পুলিশের জালে অভিযুক্ত
Maoist Poster: ঘটনায় আর কে বা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, শুক্রবারই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রিষড়ার (Rishra) দাসপাড়ায় ভয় দেখাতে প্রতিবেশীর বাড়ির সামনে মাওবাদীদের (Maoist) নামে পোস্টার (Poster) লাগানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ (Police)। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে তাঁকে ভয় দেখাতেই বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার লাগানো হয়।
সাদা কাগজে লাল রঙে লেখা ‘মাওবাদী’। গত মাসে জঙ্গলমহলে যখন মাওবাদী নাশকতার আশঙ্কায় জারি হয়েছিল হাই অ্যালার্ট। ঠিক তখনই মাওবাদীদের নামে এমন পোস্টার পড়ে হুগলির দাসপাড়ার কেভেন্টার্স আবাসন এলাকায়। পোস্টার পড়ে চলতি এপ্রিলেও। ঘটনার তদন্তে নেমে এলাকায় বেশ কয়েকটি CCTV ক্যামেরা বসায় পুলিশ।
আরও পড়ুন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ', মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা সৌরভের মুখে
শেষমেশ, CCTV ক্যামেরার সূত্র ধরে অভিযুক্ত রাজেন আইচকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদে ভয় দেখাতেই বাড়ির সামনে পোস্টার দেয় সে। অভিযোগকারী আইনজীবীর দাবি, গত ১৮ এপ্রিল ও চলতি মাসের ৪ তারিখ তাঁর বাড়ির সামনে সাদা কাগজে লাল রঙে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেওয়া হয়।
রিষড়ার অভিযোগকারী আইনজীবী বিশ্বরূপ পাইন বলেন, "বিভিন্ন সময়ে অত্যাচার। অন্য জায়গায় ভাড়া নিয়ে চলে যায়। জমি সংক্রান্ত বিবাদ। জেল থেকে ছাড়া না পায়।" চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, "প্রতিবেশীকে ভয় দেখাতে পোস্টার। জিজ্ঞাসাবাদ করাতে স্বীকার।"
ঘটনায় আর কে বা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, শুক্রবারই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। অভিযুক্তকে ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।