Train Cancel: ব্যান্ডেল-শক্তিগড় শাখায় দুপুর থেকে ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক, প্রবল দুর্ভোগের আশঙ্কা
ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল: ব্যান্ডেল-শক্তিগড় (Bandel-Shaktigarh) শাখায় দুপুর থেকে ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক। সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল, মগরা ট্রেন চলাচল। বাতিল একাধিক মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন। প্রবল দুর্ভোগের আশঙ্কা। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, থার্ড লাইন সম্প্রসারণের কাজ শেষ হলে ব্যান্ডেল শাখায় ট্রেনের গতি বাড়বে। সেইসঙ্গে বাড়তি ট্রেনও চালানো যাবে ওই শাখায়।
৭২ ঘণ্টা পাওয়ার ব্লক: শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে। এই তিনদিন ব্যান্ডেল ও মগরার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনও। ব্যান্ডেল-শক্তিগড় শাখায় বেশ কিছুদিন ধরে থার্ড লাইন সম্প্রসারণের কাজ চলছে। এতদিন দুপুরে বা রাতে, দু-এক ঘণ্টা করে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রেখে সম্প্রসারণের কাজ চলছিল। পূর্ব রেল সূত্রে খবর, এবার চূড়ান্ত কাজ হবে ওই লাইনে। সেজন্য শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বিদুত্ বন্ধ রেখে কাজ চলবে। এই সময়ের মধ্যে ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়ার মধ্যে বেশ কিছু স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। আবার মগরা থেকে বর্ধমান পর্যন্ত মেন লাইনে চালানো হবে স্পেশাল ট্রেন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? পূর্ব রেল সূত্রে খবর,
- বিশ্বভারতী এক্সপ্রেস
- আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস
- মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
- ময়ূরাক্ষী এক্সপ্রেস
- গণদেবতা এক্সপ্রেস
- তিস্তা-তোর্সা এক্সপ্রেস
- কামরূপ এক্সপ্রেস
- হুল এক্সপ্রেস
- হাটেবাজারে এক্সপ্রেস
- পাহাড়িয়া এক্সপ্রেস
- শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।