WB Municipal Election Result: হুগলি, ডায়মন্ড হারবারে বিভিন্ন পুরসভায় এগিয়ে তৃণমূল, গণনার শুরুতেই তৃণ-ঝড় রাজ্যে
WB Municipal Elections: হুগলির কোন্নগরে ২টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী হয়েছে। অন্যদিকে হুগলির বৈদ্যবাটিতে ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী
![WB Municipal Election Result: হুগলি, ডায়মন্ড হারবারে বিভিন্ন পুরসভায় এগিয়ে তৃণমূল, গণনার শুরুতেই তৃণ-ঝড় রাজ্যে WB Municipal Election Results 2022 tmc takes lead at hooghly bjp cpim behind WB Municipal Election Result: হুগলি, ডায়মন্ড হারবারে বিভিন্ন পুরসভায় এগিয়ে তৃণমূল, গণনার শুরুতেই তৃণ-ঝড় রাজ্যে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/a2de7e50a7b7c2335869e04ef62bf528_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হুগলি: আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই হুগলির বিভিন্ন পুরসভায় এগিয়ে গিয়েছে তৃণমূল। হুগলির কোন্নগরে ২টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী হয়েছে। অন্যদিকে হুগলির বৈদ্যবাটিতে ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। হুগলির ডানকুনি ১ টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। ডায়মন্ড হারবার, বজবজেও এগিয়ে মমতা ব্রিগেড। তারকেশ্বর পুরসভা তৃণমূলের দখলে। মহেশতলা পুরসভা তৃণমূলের দখলে।জয়নগর পুরসভা তৃণমূলের দখলে।জলপাইগুড়ি পুরসভা তৃণমূলের দখলে।
এদিন রাজ্যে মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরও পড়ুন, এখনও পর্যন্ত ৩৩ টি পুরসভায় জয়ী তৃণমূল, দার্জিলিঙে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি
কমিশন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত গুসকরা, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, বীরভূম, চন্দ্রকোণা, তারকেশ্বর, বোলপুর, জয়নগর, রামজীবনপুর, সিউড়ি, উলুবেড়িয়া, রামপুরহাট, রঘুনাথপুর, কোচবিহার, কান্দি, ঝাড়গ্রাম, ওল্ড মালদা, বারুইপুর পুরসভা তৃণমূলের হাতে উঠেছে। বিরোধীশূন্য হয়ে গিয়েছে সিউড়ি পুরসভা। জলপাইগুড়ির তিনটি পুরসভাই তৃণমূলের দখলে।
অন্যদিকে, বাঁকুড়ার সোনামুখীর ১টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ৫টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ১টি ওয়ার্ডে, বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে এবং বাঁকুড়ার ১ টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছে। বিরোধীশূন্য বজবজ। সেখানে ২০টি ওয়ার্ডেই জয়ী জোড়াফুল শিবির। দার্জিলিংয়ে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি। কাঁথি উত্তরে হারলেন বিজেপি প্রার্থী সুমিতা সিংহ। উত্তরপাড়ায় জয়ী বাম প্রার্থী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)