WB Municipal Election Result Live: তৃণমূলের দখলে অর্জুন সিংহের গড় ভাটপাড়া
WB Municipal Election Result 2022 Live Updates: আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা।
LIVE

Background
WB Municipal Poll Results Live: দার্জিলিং পুরসভা দখল করল হামরো পার্টি
প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত! বিজেপি, তৃণমূল, মোর্চা কিংবা জিএনএলএফের মতো দলগুলিকে কোণঠাসা করে দার্জিলিং পুরসভা দখল করল হামরো পার্টি। নেতৃত্বে গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ড। দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছে তাঁর দল। বিজেপি-জিএনএলএফের খাতা শূন্য।
WB Municipal Election Results Live: হেভিওয়েট নেতাদের গড়েই জোর ধাক্কা খেল বিজেপি
বালুরঘাট থেকে কাঁথি। ভাটপাড়া থেকে খড়গপুর। ৪ পুরসভাই গেল তৃণমূলের দখলে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিংহ, সুকান্ত মজুমদারের মতো হেভিওয়েট নেতাদের গড়েই জোর ধাক্কা খেল বিজেপি।
WB Municipal Poll Results Live: ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল
১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
WB Municipal Election Results Live: বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল?
রাজ্যের ৪টি পুরসভায় ভোটের ফল ত্রিশঙ্কু। তালিকায় আছে মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা এবং হুগলির চাঁপদানি। এই ৪ পুরসভাতেই বোর্ড গড়তে অঙ্কে পৌঁছতে প্রয়োজন অন্যের সমর্থন। সেক্ষেত্রে কি বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল? তুঙ্গে জল্পনা।
WB Municipal Poll Results Live: অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল
অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল। ৩৫টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। ৩৩টিতে জয়ী তৃণমূল। ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। ২০১৫-র পুরভোটে তৃণমূল ৩৪ ও সিপিএম ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
