Train Cancel: দোলের জন্য হাওড়া ও শিয়ালদায় বাতিল শতাধিক লোকাল
সাধারণ দিনে শিয়ালদা ডিভিশনে চলে ৮৮৮টি লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে রবিবারের সূচি মেনে চলবে লোকাল ট্রেন।
কলকাতা: দোলের জন্য কাল হাওড়া, শিয়ালদায় কম লোকাল ট্রেন। দোলের জন্য কাল শিয়ালদা ডিভিশনে ২৩৩টি লোকাল ট্রেন বাতিল। সাধারণ দিনে শিয়ালদা ডিভিশনে চলে ৮৮৮টি লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে রবিবারের সূচি মেনে চলবে লোকাল ট্রেন। এতে কিছুটা যাত্রী ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ছুটির দিন হওয়ার কারমে বহু অফিসযাত্রীরাই বেরোবেন না এই দিন। ফলে কিছুটা সমস্যা কম হবে এ ক্ষেত্রেও। জানা গিয়েছে পরের দিন থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সাজছে হাওড়া স্টেশন: উল্লেখ্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, হাওড়া স্টেশনকে (Howrah Station) ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। আগামী আর্থিক বর্ষেই (Fiscal Year) এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের (Howrah Rail) ডিআরএম মণীশ জৈন।
প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল (Local Train) এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন (Express Train) যাতায়াত করে। আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। সবচেয়ে বড় সমস্যা হল লোকাল ট্রেন প্লাটফর্ম না পাওয়ার কারণে দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে লোকাল ট্রেন কখন ধীরগতিতে বা কখনো নির্ধারিত সময়ের দেরিতে প্লাটফর্মে ঢোকে। এতে অফিস যাত্রীরা সমস্যায় পড়েন।
মেট্রোতে চড়ে পৌঁছোনো যাবে হাওড়া ? অন্যদিকে রয়েছে আরও এক সুখবর। এবার কি মেট্রোতে চড়ে হাওড়া পৌঁছোনো যাবে? এপ্রিলেই এই রুটে হতে পারে ট্রায়াল রান। এমনই জানাল কেএমআরসিএল। তিনটি ক্রস প্যাসেজ তৈরির সিদ্ধান্ত বাতিল করে বউবাজারে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। পুনর্নির্মাণ করা হবে বেশ কিছু ক্ষতিগ্রস্ত বাড়িরও।
চলতি বছরেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো রুটে শুরু হবে যাত্রী পরিষেবা?সামনের মাসেই এই রুটে ট্রায়াল রানের ভাবনা-চিন্তা করছে KMRCL। ইতিমধ্যেই বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করেছে KMRCL. এবার সেখানে অস্থায়ী লাইন পাতার পরিকল্পনা করছে তারা।
এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। ক্রস প্যাসেজ তৈরির সময়ই বউবাজারে বিপর্যয় ঘটে। KMRCL সূত্রে খবর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপাতকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য ৮টি ক্রস প্যাসেজ তৈরির কথা ছিল। এর মধ্যে ৩টি ক্রস প্যাসেজ তৈরি হয়ে গিয়েছে।
একটির কাজ চলছে।আরও ৩টি ক্রস প্যাসেজ তৈরি করা বিপজ্জনক বলে বাতিল করা হয়েছে। এই সমস্যা কাটাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। তারজন্য দুর্গাপিতুরি লেনে ১৪৪০ স্কোয়ার ফুটের জায়গা দেখা হয়েছে। এদিকে, KMRCL জানিয়েছে, প্রাথমিকভাবে মেট্রোর কাজের জন্য দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া লেন সহ বউবাজারের ক্ষতিগ্রস্ত ২৩ টি বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য টেন্ডার ডাকা হয়েছে।