Howrah News: ভোরের আলো ফোটার আগেই ATM মেশিনে ভাঙচুর! সব টাকা হাতিয়ে চম্পট, হাওড়ায় তুমুল চাঞ্চল্য!
Howrah ATM Machine Ransacked: আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এটিএম মেশিনের বডি ভাংচুর অবস্থায় আছে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুট। ঘটনার তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM কাউন্টারে লুট করে দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, দুষ্কৃতীদের দল কাকভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএম এর মেসিন গ্যাস কাটার দিয়ে কেটে সব টাকা নিয়ে চম্পট দেয়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এটিএম মেশিনের বডি ভাংচুর অবস্থায় আছে। এছাড়াও এটিএম মেশিনের একটি অংশ বাইরে রাস্তায় পড়ে রয়েছে। মেশিনে অগ্নি সংযোগ করা হয়েছে। সিসি ক্যামেরা ভাঙ্গা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এর পাশাপাশি ব্যাঙ্কের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কি পরিমান টাকা খোয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংকের আধিকারিকরা এলেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এর পেছনে সংগঠিত কোনও গ্যাং আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন, খাস কলকাতায় এবার ATM জালিয়াতি! ধুরন্ধর বুদ্ধিতে টাকা সাফ শহরের গ্রাহকদের!
এদিকে, শনিবার সকাল থেকেই হইচই যাদবপুর এলাকায়। অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। অভিযোগ, এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে, এটিএম মেশিনের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা। তাঁদের দাবি, এটিএম কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করার জন্য। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ, এটিএমে কোনও নিরাপত্তারক্ষী থাকে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















