Howrah Train News: ব্যস্ত সময়ে রেল-বিভ্রাট হাওড়া লাইনে? একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন!
রেল সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: একে কাজের দিন, তারপর অফিস টাইম। যাত্রী ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। যার জেরে কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রেল সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়া শাখার বেশ কিছু ট্রেন। কাজের দিনে ব্যস্ত সময়ে ট্রেন-বিভ্রাটে ভোগান্তির শিকার যাত্রীরা। বিভিন্ন স্টেশনে ভিড় জমতে শুরু করেছে।
পূর্ব রেল সূত্রের খবর, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন (হাওড়াগামী) ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন।
আরও পড়ুন, বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালায়! পাত্রকে কষিয়ে থাপ্পড় কনের
বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ৩৭৮২৪ ডাউন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস যাত্রীদের ভিড়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















