Labour Death: কারখানায় পড়ে রক্তাক্ত দেহ, বাংলায় কাজ করতে এসে খুন ভিনরাজ্যের শ্রমিক
Howrah News: সূত্রের খবর দিন দশেক আগে বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের জারজিস আনসারি নামে ওই শ্রমিক।

সুনীত হালদার, হাওড়া: বাঁকড়ায় কারখানার ভিতরে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত। ১০ দিন আগে কাজে যোগ দিয়ে কেন খুন, ১ সহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের খবর দিন দশেক আগে বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলে ঝাড়খণ্ডের জারজিস আনসারি। মৃত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। এর আগে ওই কারখানায় মাসখানেক আগে একজন কাজে যোগ দেন। একটি বহুতল বাড়ির নিচের তলায় ওই কারখানা। আজ ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। গোটা শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মাটির নিচে পড়ে থাকা দেহ রক্তে ভেসে যাচ্ছে। মাথায় গুরুতর আঘাত ছিল। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন তাঁর সহকর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এবং ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ।
ইতিমধ্যেই পুলিশ মৃত ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত অন্য যুবককে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার পর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে খুন এখনও তা স্পষ্ট নয়। কারখানার মধ্যে সহকর্মীর হাতে খুন নাকি বাইরের কোন আততায়ী এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ব্যাপারে কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাতের সল্টলেকে রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ সল্টলেকের ৫ নম্বর জলট্যাঙ্কের কাছে ওই যুবককে রাস্তায় অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন এক পথচারী। পাশেই পড়েছিল স্কুটার। বিধাননগর উত্তর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। বয়স ৩০ বছর। কীভাবে এবং কী কারণে মৃত্যু, তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন: Narayan Goswami: নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের, শোকজের জবাব দিলেন বিধায়ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
