Howrah : অশান্তি পাকানোর অভিযোগে হাওড়ায় এখনও পর্যন্ত ৫৩ জন গ্রেফতার
হাওড়ার পাঁচলায় ফের অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। পাল্টা লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ।
![Howrah : অশান্তি পাকানোর অভিযোগে হাওড়ায় এখনও পর্যন্ত ৫৩ জন গ্রেফতার Howrah chaos till now over fifty people arrested over involvement in law and order deterioration police extend 144 rule Howrah : অশান্তি পাকানোর অভিযোগে হাওড়ায় এখনও পর্যন্ত ৫৩ জন গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/11/edc0f8942dfb473d2a88e7cea27e30ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও সুমন ঘরাই, হাওড়া : দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ৩ দিন ধরে তাণ্ডবের জেরে বাড়ানো হয়েছে ১৪৪ ধারার মেয়াদ। পাঁচলার মতোই হাওড়ার ডোমজুড়ের বিভিন্ন জায়গায় শুক্রবারের অশান্তির ক্ষত স্পষ্ট। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
পাশাপাশি, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত জাতীয় সড়ক ও রেলপথেও ১৪৪ ধারা জারি করল রাজ্য প্রশাসন। ১৫ জুন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। জেলা পুলিশ সূত্রের খবর, অশান্তি পাকানোর অভিযোগে এখনও অবধি মোট ৫৩ জনকে গ্রেফতার (arrested) করা হয়েছে। ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি হয়েছে বুধবার অবধি।
গ্রেফতার ৫৩ জন
হাওড়া জেলা পুলিশ সূত্রের খবর, অশান্তি পাকানোর অভিযোগে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, অস্ত্র নিয়ে জমায়েত, খুনের চেষ্টা, বেআইনি ভাবে জাতীয় সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। হাওড়া ও উলুবেড়িয়া আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।
পুলিশি প্রহরা
এদিকে, অশান্তি এড়াতে সলপে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যদিকে, পয়গম্বর-বিতর্কে হাওড়ায় তাণ্ডবের রেশ ডোমজুড় থানাতেও। গতকাল সেখানে তাণ্ডব চালানো হয়। এখনও ভেঙে পড়ে রয়েছে থানার বোর্ড। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
স্তব্ধ জনজীবন
এদিকে, হাওড়ায় গত ৩ দিন ধরে যে অশান্তি চলেছে, তার আঁচে বিধ্বস্ত সাধারণ মানুষ। ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ছোট দোকানদার। বন্ধ ইন্টারনেটও। সবমিলিয়ে স্তব্ধ জনজীবন।
আরও পড়ুন- হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)