Howrah Electrocution Death : বাড়ির কারখানাতেই বিদ্যুৎস্পৃষ্ট প্রৌঢ়, বাবাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ছেলের
Howrah Electrocution Death News: সকালে বাড়ির মধ্যে কারখানার মেশিন চালু করতে গেছিলেন শৈলেন হাজরা।
সুনীত হালদার, হাওড়া : হাওড়ার ইছাপুর পূর্বপাড়ায় নিজেদের কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের। পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ বাড়ির মধ্যে লেদ কারখানায় মেশিন চালু করতে যান কারখানার মালিক শৈলেন হাজরা। সেইসময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ২১ বছরের ছেলে।
সকালে বাড়ির মধ্যে কারখানার মেশিন চালু করতে গেছিলেন শৈলেন হাজরা। তাঁর বয়স ৫৮। মেশিন চালু করতে গিয়েই হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান। তাকে বাঁচাতে ছুটে আসে ছেলে বছর ২১-র স্বপ্নীল হাজরা। তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে জগাছা থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।
আরও পড়ুন: Cyclone Asani Updates : পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অশনি, তিলোত্তমা ভাসছে বৃষ্টিতে
হাওড়ার আরও খবর
- ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই। বাম ছাত্র-যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আগে মঙ্গলবার হাওড়ার আমতায় আনিসের বাড়ির সামনে থেকে শুরু হল মিছিল। নেতৃত্বে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শেষ হবে মিছিল।ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে এরপর রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম ছাত্র-যুব সংগঠন।
- হাওড়ায় গতকালের বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। গতকালের মতোই আজও সারাদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। আজ সকাল থেকে হাওড়ায় মেঘলা আকাশ। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৭ মিনিটে।