Howrah News: নৌশাদের গাড়িতে ট্রাকের ধাক্কা ! ডোমজুড়ের অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে ISF বিধায়কের গাড়ি..
Howrah Nawsad Siddique Car Accident: ডোমজুড়ের অঙ্কুরহাটিতে সিগনালে দাঁড়িয়েছিল ISF বিধায়ক নৌশাদের গাড়ি, আচমকাই ট্রাকের ধাক্কা !

হাওড়া: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আইএসএফ বিধায়কের রক্ষা। ডোমজুড়ের অঙ্কুরহাটিতে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত নৌশাদের গাড়ি, অল্পের জন্য আরোহীদের রক্ষা।
কিছু বছর আগে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ি
কিছু বছর আগে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ি । পূর্ব মেদিনীপুরে মারিশদাতে ঘটনাটি ঘটেছিল। লরির সঙ্গে ধাক্কায় দুমরে মুচরে গিয়েছিল গাড়িটির একাংশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিরোধী দলনেতার কনভয় কলকাতার দিকে আসছিল। হঠাতই পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে ঘটনাটি ঘটেছিল। কনভয়ের পিছনের গাড়িটি যখন ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তার।
মারিশদাতেই দুর্ঘটনার মুখে পড়েছিল কনভয়
তীব্রতা এতটাই ছিল যে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওই গাড়িটির সামনের চাকা ভেঙে বেরিয়ে গিয়েছিল। গাড়িতে কয়েক জন সিআরপিএফ জওয়ান ছিলেন বলে খবর। দুর্ঘটনার পর বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে গেলেও তার কনভয়ের জন্য আর একটি গাড়ি সেখানে পৌঁছলে স্থানীয়রা সেটি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানজট তৈরি হয়েছিল এলাকায়। যানজট মুক্ত করতে তৎপরতা বাড়িয়েছিল প্রশাসন। লক্ষণীয় বিষয় হল, মারিশদাতেই দুর্ঘটনার মুখে পড়েছিল বিরোধী দলনেতার কনভয়। দুর্ঘটনাস্থল থেকে তার দূরত্ব ১ কিলোমিটার।

সেসময় গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিল বিজেপি
সেসময় গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিল বিজেপি। পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। কিন্তু অদ্ভুতভাবে সেই মাসেই শুভেন্দুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি ফের দুর্ঘটনার কবলে পড়েছিল। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেচিল কালিকাপুরের কাছে। ওই ঘটনায় পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছিল বলে খবর। তাতে পুলিশের গাড়িটির লুকিং গ্লাস ভেঙে গিয়েছিল।
কেন বার বার দুর্ঘটনার কবলে পড়ছে শুভেন্দুর কনভয়ের গাড়ি? উঠেছিল প্রশ্ন
দুর্ঘটনার পরই দাঁড়িয়ে গিয়েছিল শুভেন্দুর কনভয়। লরির চালককে ধরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে কেন বার বার দুর্ঘটনার কবলে পড়ছে বিধায়কের কনভয়ের গাড়ি? ফের শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়তেই উঠেছিল প্রশ্ন।






















