Howrah News: পরিবারের সঙ্গে এসেছিল তর্পণ করতে, উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী !
Girl ্Drowning At Ganges : মহালয়ার সকালে মর্মান্তিক ঘটনা উলুবেড়িয়ার গঙ্গায়, মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে নেমে তলিয়ে গেল এক কিশোরী

সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী। পরিবারের সঙ্গে তর্পণ করতে এসে তলিয়ে গেল এক কিশোরী। খড়গপুর থেকে মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে আসে ওই কিশোরী। গঙ্গায় নামার পর ৪ জন স্রোতের টানে তলিয়ে যায়, খবর সূত্রের। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই কিশোরীর খোঁজ মেলেনি। ডুবুরি নামিয়ে চলছে গঙ্গায় তল্লাশি।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের হলুদ সতর্কতা !
অপরদিকে,বাবুঘাটে তর্পণ করতে এসে মৃত এক পুরোহিত। মৃত পুরোহিত শিবরাম ভট্টাচার্য সবংয়ের বাসিন্দা। গতকাল রাতে কলকাতায় আসেন ওই পুরোহিত। আজ সকালে তর্পণ করানোর সময় সংজ্ঞাহীন অবস্থায় জলে পড়ে যান, খবর সূত্রের। SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অনুমান পুলিশের। প্রসঙ্গত, আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।
বাগবাজারে সারদা মায়ের ঘাটে তর্পণ সারলেন শমীক ভট্টাচার্য। বিগত দিনগুলিতে যতজন বিজেপি কর্মী নিহত হয়েছেন, তাঁদের সবার উদ্দেশে তর্পণ করেছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, 'এটাতো শুধু, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে। যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। কীট-পতঙ্গ-সকলের উদ্দেশ্যেই, সকলকে স্মরণ করতেই, আজকে আমাদের ভারতীয় সংষ্কৃতি আমাদের সভ্যতা আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকি উজ্জাপণ মাত্র। প্রতিবছর এই তর্পণ করতে আসা, শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্য নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি। আমাদের যত শহিদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা, এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করলাম আজকে। ২০২১ সালের পর ২৭ দিনে, আমাদের ৫৬ জন কর্মী খুন হয়ে যান। মহিলা খুন হন। তাঁদের সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণ এবং জল অর্পণটাই আজকের কাজ। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















