Howrah News : ভিড়ঠাসা হাওড়া স্টেশনে কোটি টাকার সোনার গয়না, সোনার বাট !
Howrah News : ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না ও সোনার বাট। কার সোনা ? কোথায়ই বা হচ্ছিল পাচার ?
সুনীত হালদার, হাওড়া : এবার হাওড়া স্টেশনে ( Howrah Station ) উদ্ধার কোটি টাকার সোনার গয়না ( Gold ) ও বাট। সোমবার চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বরে। এক সঙ্গে এত সোনা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ।
কার সোনা ? কোথায়ই বা হচ্ছিল পাচার ?
সূত্রের খবর, সোমবার রাত সাড়ে নটা নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে সন্দেহ হয় আরপিএফের। ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না ও সোনার বাট। কার সোনা ? কোথায়ই বা হচ্ছিল পাচার ? প্রশ্নের জবাবে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেয় আরপিএফ।
আরপিএফ সূত্রে খবর, বর্তমানে ওই সোনার বাজার মূল্য প্রায় এক কোটি পাঁচ হাজার টাকা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁর নাম চন্দ্রভান মিশ্র, উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা। যদিও ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিপুল পরিমাণের সোনার গয়নার কার, তার কোনও উপযুক্ত তথ্য প্রমান দিতে পারেননি। তার কথাবার্তায় ছিল যথেষ্ট অসঙ্গতি । তারপরই তাকে আটক করা হয় । খবর দেওয়া হয় কাস্টমস অফিসারদের। কাস্টমস অফিসাররা স্টেশনে এলে তাদের হাতে সোনার গয়না ও বাট ও ওই ব্যক্তিকে তুলে দেয় আরপিএফ।
আরও পড়ুন :
কার কার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরাতেন অয়ন? চাঞ্চল্যকর তথ্য সামনে আনল ED
হাওড়া স্টেশন চত্বরে সোনা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত বছর নভেম্বরে হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ। আরপিএফ সূত্রে খবর,সেইবার স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি । তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরে তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়।
হালফিলে জামার ভিতরে সোনার পেস্ট বানিয়ে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে আটক করা হয় এক যাত্রীকে। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে শুল্ক দফতর। উদ্ধার হয় ৩৪৬ গ্রাম ওজনের সোনার পেস্ট। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২০ লক্ষ ২০ হাজার ১৯৪ টাকা ।