Howrah Panchla Protest : শাহজাহানের পর খলিল! এবার লাঠি হাতে তৃণমূলের বিরুদ্ধে পথে পাঁচলার মহিলারা
Howrah Chaos : জমি দখল, মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদে পাঁচলায় লাঠি হাতে পথে মহিলারা
![Howrah Panchla Protest : শাহজাহানের পর খলিল! এবার লাঠি হাতে তৃণমূলের বিরুদ্ধে পথে পাঁচলার মহিলারা Howrah Panchla Protest Women Protest Against Local TMC Leader Kaliluddin Ahmed At Panchla Alleging Illegal Land Acquisition Howrah Panchla Protest : শাহজাহানের পর খলিল! এবার লাঠি হাতে তৃণমূলের বিরুদ্ধে পথে পাঁচলার মহিলারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/841ad1eb11b17c324fd8fe3d4f2e2c2f170841222221953_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া : একদিকে সন্দেশখালিতে ( Sandeshkhali ) প্রতিবাদ, অন্যদিকে পাঁচলায় ( Panchla ) প্রতিরোধ । দুই জায়গাতেই প্রতিবাদীদের কণ্ঠ গর্জে উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের ( TMC ) বিরুদ্ধে। অশান্তির আগুন জ্বলছে সন্দেশখালিতে। আর তার আঁচ বাংলা ছাড়িয়ে পড়েছে দিল্লিতেও। সন্দেশখালি এখন সারা ভারতের খবরের শিরোনামে। সোমবার তারই ছায়া পড়ল হাওড়ার পাঁচলায়। ফের চাষের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু কণ্ঠ তুলে স্লোগান নয়, লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়েন পাঁচলার মেয়েরা।
পাঁচলার জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড় এলাকায় ৩২০ বিঘা একটি দিঘি ফ্লাই অ্যাশ আর মাটি ফেলে বোজানোর অভিযোগ উঠেছে। এতেই শেষ নয়। গ্রামবাসীদের অভিযোগ,কেড়ে নেওয়া হচ্ছে চাষের জমি। প্রতিবাদ করলে জুটছে মারধর।
তৃণমূলের অঞ্চল সভাপতি খলিলউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
গ্রামবাসী আনন্দ দাস জানালেন,' সব চাষের জমি জোর-জবরদস্তি হামলা করে তো মাটি ফেলে দিচ্ছে। পাড়াতে তৃণমূলের লোক আছে। তারাই একটু কিছু হলেই বেরিয়ে পড়ে, জোর-জবরদস্তি। সপ্তাহখানেক আগে আমার একটা খুড়তুতো ভাই প্রতিবাদ করেছিল বলে তাকে গলা টিপে ধরে মারধর করেছে। ' গ্রামবাসীদের অভিযোগ,জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি খলিলউদ্দিন আহমেদের নেতৃত্বেই চলছে জমি দখল। প্রতিবাদ করায় রবিবার রাতে গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয়। এই বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও মন্তব্য় করতে চাননি জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি খলিলউদ্দিন আহমেদ।
আরেক গ্রামবাসী পল্লবী মালিক জানালেন, এখানকার যে উপপ্রধান আছে খলিল, উনি দেড়শো গুন্ডা নিয়ে এসে আমাদের মেয়েদের ওপর অত্যাচার করেছে...খলিল নিজে মেরেছে। ভয় দেখাচ্ছে তোমরা কোথায় যাবে যাও না আমাদের থানা কেনা আছে।
প্রতিবাদে মহিলারা
সোমবার মাটি বোঝাই ডাম্পার আটকে প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ। সেখানেও দেখা গেল, মাথায় গামছা ঢাকা মহিলাদের।
সন্দেশখালির প্রসঙ্গ টেনে পাঁচলার ঘটনায় বিজেপির ঘাড়ে দায় ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। আর বিজেপির জবাব, তৃণমূলের জহ্লাদ বাহিনী তো দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোটের মধ্যে দিয়ে সমস্ত পঞ্চায়েতকে দখল করেছে।
মারধরের ঘটনায় পাঁচলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন : আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)