Howrah Puri Vande Bharat: ট্রেনের ওপর বাজ পড়ে বিপত্তি! হাওড়া ফেরার পথে বিকল বন্দে ভারত
ট্রেনের ওপর বাজ পড়েছে, প্রাথমিক অনুমান রেলের। বাজ পড়ায় ক্ষতিগ্রস্ত ট্রেন, অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়ায় নিয়ে আসার চেষ্টা, রেল সূত্রে খবর।
কলকাতা: জাজপুর স্টেশন পেরনোর পর বিকল বন্দে ভারত এক্সপ্রেস। পুরী থেকে হাওড়া ফিরছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ওপর বাজ পড়েছে, প্রাথমিক অনুমান রেলের। বাজ পড়ায় ক্ষতিগ্রস্ত ট্রেন, অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়ায় নিয়ে আসার চেষ্টা, রেল সূত্রে খবর।
বিকল বন্দে ভারত এক্সপ্রেস: গতকালই চাকা গড়িয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। আর যাত্রী পরিষেবা দ্বিতীয় দিন পুরী থেকে ফেরার পথে বিকল হয়ে গেল ট্রেন। প্রাথমিকভাবে রেলের অনুমান, ট্রেনের ওপর বাজ পড়েই এই বিপত্তি ঘটেছে। অন্য ইঞ্জিনের সাহায্য়ে ট্রেন হাওড়া নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি (NJP-Guwahati Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। সকাল ৭টা বেজে ৩৯ মিনিটে এই বন্দে ভারত নিউ-আলিপুরদুয়ার স্টেশন অতিক্রম করে। এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হল বন্দে ভারতের। রেলের তরফে জানানো হয়েছে, ২৫ মে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা। যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন।
আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?