Howrah: রামনবমীর মিছিলে দুই আক্রান্তের বাড়িতে দেখা করতে যাবেন সুকান্ত, আঁটোসাটো পুলিশি নিরাপত্তা
Ram Navami Rally: আজ শিবপুরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া সিটি পুলিশের কমিশনারের অফিসও যাবেন বিজেপির রাজ্য সভাপতি।

সন্দীপ সরকার, হাওড়া: ছন্দে ফিরছে শিবপুর (Shibpur)। তবে রামনবমীর (Ramnavami) অশান্তি ঘিরে তপ্ত হচ্ছে রাজনীতি (Politics)। একদিকে যখন CID তদন্তভার গ্রহণ করেছে, অন্যদিকে তখন NIA তদন্তের দাবিতে অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে আজ শিবপুরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
রামনবমীর মিছিলে বেতাইতলায় দুই আক্রান্তের বাড়িতে দেখা করতে যাওয়ার কথা তাঁর। যেখানে অশান্তি হয়েছিল, সেই জায়গায় পরিদর্শনে যাবেন তিনি। যে ৪টি বহুতলে ইটবৃষ্টি হয়েছিল সেখানে যাওয়ার কথা সুকান্তর। এরপর হাওড়া সিটি পুলিশের কমিশনারের অফিসও যাবেন বিজেপির রাজ্য সভাপতি। জেলা পার্টি অফিসেও যাওয়ার কথা তাঁর।সুকান্ত যাওয়ার পথে কাজিপাড়া মোড়ে ইতিমধ্যেই ব্যারিকেড করেছে পুলিশ ।
অন্যদিকে, হাওড়ায় অশান্তি নিয়ে কী পদক্ষেপ রাজভবনের? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী বললেন রাজ্যপাল? এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তিনি বলেন, 'ঘটনাস্থলে কী হচ্ছে, রাজভবন জানতে চায়, তাই সেল গঠন করা হয়েছে। গত কয়েকদিন ধরে যে অবাঞ্ছনীয় ঘটনা ঘটেছে, তা আটকানো প্রয়োজন। রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে, কিন্তু রাজভবন বিষয়টি খতিয়ে দেখছে। এটা পর্যালোচনার সময় নয়, পদক্ষেপের সময়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই প্রশাসনের প্রধান কর্তব্য। অশান্তির নেপথ্যে কারা? জানতে চায় রাজভবন'।
আরও পড়ুন, অত্যন্ত প্রভাবশালীর কাছে অয়ন পাঠিয়েছিলেন ২৬ কোটি! ম্যারাথন জেরায় মিলল আরও ১৫ জনের নাম
রাজ্যপাল এও বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আরও তৎপর হওয়া উচিত। পুলিশের উপর যেন মানুষের ভরসা না চলে যায়। মানুষকে আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট হতে হবে। যে কোনও মূল্যে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে'।
#WATCH Post stone pelting at Shibpur, morning visuals from violence-hit area in Howrah, West Bengal. pic.twitter.com/Cvic9xAkWV
— ANI (@ANI) April 2, 2023
অন্যদিকে, বর্তমান রাজ্যপালকে প্রাক্তন ২ রাজ্যপালের সঙ্গে তুলনা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার কথায়, 'সংবিধান রক্ষায় ২ প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী এবং জগদীপ ধনকড়কে দেখেছি। বর্তমান রাজ্যপাল এখনও তাঁর দুই প্রাক্তনের মতো ভূমিকা পালন করেননি। বাংলাকে নাড়া দিয়ে গেছেন গোপালকৃষ্ণ গাঁধী ও জগদীপ ধনকড়। সেই ভূমিকায় আমরা রাজ্যপালকে দেখতে চাই'।






















