Howrah: মাসের শুরুতেই হাওড়ায় বাতিল একাধিক ট্রেন, কোন কোন লোকাল বন্ধ থাকছে?
Howrah Train Cancelled: একাধিক ট্রেনের গতিপথ সংক্ষেপ বা বদল আনা হয়েছে শনিবার এবং রবিবার।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ও কাল একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled) হচ্ছে হাওড়ায় (Howrah)। একাধিক ট্রেনের গতিপথ সংক্ষেপ বা বদল আনা হয়েছে শনিবার এবং রবিবার।
শনিবার এবং রবিবার ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে বর্ধমান (Bardhaman), আরামবাগ (Arambag), রামপুরহাট (Rampurhat), ডানকুনি (Dankuni), গোঘাটের (Goghat) প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার কোন কোন ট্রেনের সময় পরিবর্তন হয়েছে?
- শান্তিনিকেতন এক্সপ্রেস ১.১০ মিনিটের বদলে ২.২৫ মিনিতে ছাড়বে
- হাওড়া-আজিমগঞ্জ লোকাল ১.০৫ মিনিটের বদলে ১.৩৫ মিনিটে ছাড়বে
- রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল ১০.৪৫ মিনিটের বদলে ১১.৪৫ মিনিটে ছাড়বে
- হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ১১.৫৫ এর বদলে ১.২৫ এ ছাড়বে
- হাওড়া-জয়নগর এক্সপ্রেস ১১.০৫ এর বদলে ১২.০৫ এ ছাড়বে
- বর্ধমান কাটোয়া লোকাল বর্ধমান থেকে ২টোর বদলে ২.৩০ মিনিটে ছাড়বে
আরও পড়ুন, মঙ্গলে মিলল ডোনাটের মতো আজব দেখতে পাথর! কারা রেখে গেল, ধরা পড়ল ক্যামেরায়?
রবিবার হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37317, 37373, 37319, 37361, 37363, 37917, 36033, 36035
বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844
তারকেশ্বর থেকে- 37328, 37330, 37332
আরামবাগ থেকে – 37362, 37364
গোঘাট থেকে – 37390
ব্যান্ডেল থেকে – 37749
কাটোয়া থেকে – 37748, 37924, 03095, 03035, 03067
আজিমগঞ্জ থেকে- 03096, 03036, 03068
ডানকুনি থেকে – 32232, 32234, 32236
শিয়ালদা থেকে- 32229, 32231, 32233, 32235
চন্দনপুর থেকে – 36034, 36036
রবিবারও শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ, কাটোয়া-হাওড়া, কাটোয়া-শিয়ালদা, রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল, আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার, কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল, বর্ধমান-কাটোয়া লোকালেরও সময় পরিবর্তন করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন