Howrah Train: ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনে ব্যাহত রেল পরিষেবা, কোন কোন ট্রেন দেরিতে চলছে?
Howrah Train Late: হাওড়া গামী ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ঢুকছে।
সুনীত হালদার, হাওড়া: কুয়াশার (Fog) চাদরে মোড়া কলকাতা (Kolkata)। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে শহর ও শহরতলি। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল। ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনে (Howrah Station) ট্রেন (Train) চলাচল ব্যাহত। বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে ঢুকছে।
হাওড়া গামী ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস (Doon Express), অমৃতসর মেল (Amritsar Mail), বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express), হিমগিরি এক্সপ্রেস (Himgiri Express), কালকা মেল (Kalka) সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ঢুকছে। এদিন সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge), নবান্ন (Nabanna) এবং সাঁতরাগাছি ব্রিজ। দৃশ্যমান্যতা কম থাকায় ধীরে চলাচল করে যানবাহন।
এদিকে ঘন কুয়াশার মধ্যেই, কলকাতায় দুর্ঘটনা ঘটল। সাউথ ট্য়াংরা রোডে উল্টে গেল সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষার ব্য়বস্থা করে। ট্রাকের খালাসি জানিয়েছেন, বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন, কলকাতায় 'অদৃশ্য' সব বাড়ি! ঘন কুয়াশার চাদরে ঢাকল তিলোত্তমা
অন্যদিকে, ঘন কুয়াশার মধ্যে, বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল ট্য়াক্সি। গাড়ির ভিতর ৩ জন ছিলেন। ৩ জনই কোনওমতে রক্ষা পেয়েছেন।
পাশাপাশি, ঘন কুয়াশার জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মারাত্মক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হল মেশিন ভ্য়ান চালকের। এদিন, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রশিংয়ে, রেললাইনে আটকে যায়, মেশিন ভ্য়ানের চাকা। সেই সময় আসছিল হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় ট্রেনের চালক ভ্য়ানটিকে দেখতে পাননি। সজোরে এসে ভ্য়ানে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান ভ্য়ানের চালক। আহত হন আরও ১ জন।