Howrah Train: IPL ম্যাচের দিন বিশেষ ট্রেন পরিষেবা হাওড়ায়, কোন ট্রেন, কখন পাওয়া যাবে?
Howrah Train Time Table:দর্শকদের সুবিধার্থে হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে

কলকাতা: শনিবার, ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতাইয় ইডেন গার্ডেন্সে। সেই দিনগুলিতে যাতে যাত্রী পরিষেবায় অসুবিধা না হয়, সেই কারণে পূর্ব রেলের তরফে হাওড়া শাখায় বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে শুধু ওইদিনই নয়, যেদিনগুলিতে কলকাতায় আইপিএলের ম্যাচ থাকবে, সেই দিনগুলিতেও এই বিশেষ পরিষেবা দেওয়া হবে পূর্ব রেলের তরফে ৷ এই উপলক্ষে পূর্ব রেল ক্রিকেটপ্রেমীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আইপিএলের ম্যাচের কথা মাথায় রেখে হাওড়া বিভাগে বিশেষ ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দর্শকদের সুবিধার্থে হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে ।
হাওড়া বিভাগের ৩৭২৯১ নম্বর হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচি নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে । ফলে, ম্যাচের দিনগুলিতে এই ট্রেনটি রাত ১১টা ৪৫মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে । এই বিশেষ ব্যবস্থা ২২ মার্চ ছাড়াও ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে ও ২৫ মে-তেও থাকছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইডেনে ম্যাচের দিনগুলিতে কলকাতার রাস্তায় যানজট একটি বড় সমস্যা। তাই পূর্ব রেলের এই বিশেষ ট্রেন পরিষেবা শুধু দর্শকদের সুবিধাই দেবে না, বরং শহরের যানজট কমাতেও সাহায্য করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
