Malda Bamangola Incident : বামনগোলায় ২ মহিলাকে বিবস্ত্র করে 'মারধর', নির্যাতিতাদের ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের
Human Rights Commission On Malda Bamangola Incident : গত বছরের জুলাই মাসে বামনগোলায় ভরা হাটে 'চোর' অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়।
করুণাময় সিংহ, মালদা : মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্য়কে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের জুলাই মাসে বামনগোলায় ভরা হাটে 'চোর' অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। চাপের মুখে পড়ে ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার IC, দুই SI এবং এক ASI-কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করে বিজেপি। তার প্রেক্ষিতেই রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। এরপরই জাতীয় মানবাধিকার কমিশনকে ঘুরিয়ে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার বামনগোলার লজ্জার সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য় জুড়ে। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। ভয়ঙ্কর লজ্জাজনক সেই ঘটনায়, রাজ্য়কে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, ' শুনতে পেয়েছি টাকা পয়সার কথা। টাকা পয়সা থাকলেও সম্মান পাওয়া যাবে না। এই ঘটনা যেমন আমার মায়েদের সঙ্গে হয়েছে, আশা করি কারও সাথে না হয়। টাকা দিয়ে তো কিছু হবে না। সম্মান তো পাওয়া যাবে না। তবু এই টাকা দিয়ে খাওয়া দাওয়া চলবে আমাদের। এমনিতে তো কাজকর্ম কিছু করে না। বাড়িতে থাকে বসে। মুখ্য়মন্ত্রীর কাছে চাইছি আরও যেন কিছু দেয়। ৩ লাখে কী হবে? কিছু হবে না। '
কী ঘটেছিল সেদিন?
বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে যান একই পরিবারের দুই মহিলা। স্থানীয় সূত্রে খবর, হাটে ২ মহিলার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ভরা হাটের মধ্যে ২ জনকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়! এখানেই শেষ নয়। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরে যারা অভিযুক্ত, তাদের না ধরে পুলিশ ওই ২ মহিলাকেই গ্রেফতার করে বলে আরও মারাত্মক অভিযোগ সামনে আসে! ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করে বিজেপি।
আরও পড়ুন :লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত'