Jitendra Tiwari: '২০২৪-এ জবাব দেব', গ্রেফতারির পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি
Jitendra Tiwari Update: '২০২৪-এ জবাব দেব। সিপিএমের থেকেও তৃণমূল বেশি করছে। ২০২৪ পর্যন্ত অপেক্ষা করুন মানুষই জবাব দেবে।'
কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: গ্রেফতারির পরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। '২০২৪-এ জবাব দেব। সিপিএমের থেকেও তৃণমূল বেশি করছে। ২০২৪ পর্যন্ত অপেক্ষা করুন মানুষই জবাব দেবে।'
বিজেপি কর্মীদের বিক্ষোভ:
কম্বল বিলিকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির প্রতিবাদে আসানসোল আদালতে স্লোগান-শাউটিং বিজেপি কর্মীদের। আদালত চত্বরে বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ করে তাঁকে এসি গাড়িতে যাতায়াত করানোয় পুলিশকে ধিক্কার দেন বিজেপি কর্মীরা। পুলিশের গাড়ি আটকেও চলে বিক্ষোভ আসানসোলে কম্বল বিলিকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে আদালতে পেশ। আসানসোল আদালতে নিজেই সওয়াল করলেন বিজেপির আইনজীবী নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'কাল সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদনের মামলার শুনানি।' নিজেই দুদিনের পুলিশ হেফাজত চেয়ে দাবি জিতেন্দ্র তিওয়ারির
বিজেপি নেতাকে ১৪ দিনের হেফাজতে চায় পুলিশ দুপক্ষের সওয়াল-জবাবের পর জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজত দেয় আদালত
কলকাতা বিমানবন্দরে নামার পর, সড়কপথে রাত ২টো নাগাদ বিজেপি নেতাকে আসানসোল উত্তর থানায় আনা হয়। সকালে থানার সামনে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স। বিজেপি নেতাকে গ্রেফতারির ঘটনায় অশান্তির আশঙ্কায় আসানসোলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসানসোলে কম্বল বিলিকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি। নয়ডা থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আনা হয় আসানসোল। বিজেপি নেতাকে গ্রেফতারির ঘটনায় অশান্তির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 'তৃণমূল কংগ্রেস বা পুলিশ নয় শেষকথা বলবে আসানসোলের মানুষ। ২০২৪-এ মানুষ জবাব দিয়ে দেবে', আদালতে ঢোকার সময় মন্তব্য জিতেন্দ্র তিওয়ারি।
কোন ঘটনা:
গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী, জিতেন্দ্র-পত্নী চৈতালি তিওয়ারির ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক বিজেপি নেতা। মামলা গড়ায় হাইকোর্টে। ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র, চৈতালি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশের তরফে দাবি করা হয়, কম্বল বিতরণের অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। পাল্টা, বিজেপির তরফে দাবি করা হয়, চৈতালি তিওয়ারি আসানসোল উত্তর থানাকে চিঠি লিখে অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেছিলেন।
আরও পড়ুন: প্রভাবশালী তকমা ঘোচাতে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কাজে লাগাতে চান শান্তনু, খবর ইডি সূত্রে