Amit Shah: ক্ষমতায় এলে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যখাতে মিলবে সুবিধা: অমিত শাহ
Amit Shah at Birbhum: বীরভূমের সভা থেকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ বাংলায় বিজেপিকে সরকারে আনুন তৈরি করুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’
বীরভূম: বাংলায় বিজেপি (BJP) সরকার এলে স্বাস্থ্যখাতে বড় সুবিধা মিলবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের সভা থেকে কার্যত নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, “বাংলায় বিজেপিকে সরকারে আনুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’
বঙ্গ সফরে অমিত শাহ: পাখির চোখ ২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ। বীরভূমের সভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির জন্য টার্গেটও বেঁধে দেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল রামনবমীতে হিংসার প্রসঙ্গও। '২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে। বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। 'তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত-শুভেন্দুর প্রশংসাও করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে। দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান' লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ।
নিশানায় মমতা: 'দিদি-ভাইপোর জুটিতে হারানোর একটাই রাস্তা বিজেপি। বাংলাকে সন্ত্রাস, অনুপ্রবেশমুক্ত করার একটাই রাস্তা, বিজেপি। ২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে অত্যাচার, অনুপ্রবেশ, দুর্নীতি। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার একমাত্র দাওয়াই বিজেপি। রামনবমীর হিংসা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে অমিত শাহ। বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না? তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই অশান্তি হয়েছে। মোদিকে ফের জেতান, রামনবমীর মিছিলে হামলা করার সাহস কেউ পাবে না। বীরভূমে এনআইএ ৮০ হাজারের বেশি ডিটোনেটর বাজেয়াপ্ত করেছে। এনআইএ এত বিস্ফোরক উদ্ধার না করলে প্রচুর মানুষের প্রাণ যেত। বীরভূমকে আতঙ্কের বীরভূম করার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চাকরি চুরি হচ্ছে, মোদিজি জেলে পাঠালেই বলে অত্যাচার হচ্ছে। যারা দুর্নীতিগ্রস্ত, তাদের তো জেলে পাঠাতেই হবে। দিদি আর ভাইপো, আপনারা যা খুশি করে নিন, বিজেপির লড়াই থামবে না। বাংলার যুবকদের চাকরি নিয়ে দুর্নীতি করা চলবে না।'
ফের নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার বার্তা: 'নরেন্দ্র মোদি যে চাল পাঠাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের ছবি লাগাচ্ছেন। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারের মতো শাসন সহ্য করবে না।মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন, এবার মুখ্যমন্ত্রী হবে বিজেপি।লোকসভায় আমাদের ৩৫টি আসন দিন, বাংলায় বিজেপির সরকার হবে।ভাই-ভাইজাকে সরাতে হলে মোদিজিকে ফের প্রধানমন্ত্রী করতে হবে।'দেশকে সুরক্ষিত রাখতে মোদিকে ফের প্রধানমন্ত্রী করার ডাক অমিত শাহের।
আরও পড়ুন: Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে