IIM Joka Case: ‘কোনও অত্যাচার হয়নি’, বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা, ‘প্রথমেই সন্দেহ হয়’, বললেন শঙ্কুদেব
IIM Joka Physical Assault Case: নির্যাতিতার বাবা শনিবার মুখ খোলেন।

কলকাতা: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সেই IIM জোকায় এবার ধর্ষণের অভিযোগ। মনোবিদ তরুণীকে হস্টেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। যদিও নির্যাতিতা তরুণীর বাবার দাবি, তাঁর মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। মেয়ে একেবারে ফিট আছেন। তাঁকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি-র তরফে সরাসরি তৃণমূলকে নিশানা করা হয়েছে। (IIM Joka Case)
নির্যাতিতার বাবা শনিবার মুখ খোলেন। তিনি জানান, তাঁর মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। কেউ খারাপ ব্য়বহার করেনি। মেয়েকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে। এর পরই মুখ খুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি বলেন, "একটি জাতীয় সংস্থায় ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রথম যখন ঘটনা ঘটে, তখনই সন্দেহ হয় আমার যে, হঠাৎ এই ঘটনা ঘটল এবং সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়ল তৃণমূলের A টিম, কংগ্রেস পশ্চিমবঙ্গ। কারণ কংগ্রেস এখানকার সভাপতিই বদলেছে তৃণমূলের ফায়দার জন্য। তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তৃণমূল সরাসরি সকালে নেমে পড়ে পড়লে, সন্দেহ হতো যে ওরা আছে। এসব বলতে চাই না। এক জন ছাত্রী, এক মহিলার সঙ্গে খারাপ আচরণ হয়েছে। অত্যন্ত গুরুতর অভিযোগ।" (IIM Joka Case)
শঙ্কুদেব আরও বলেন, "পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নিতে বলেছেন IIM কর্তৃপক্ষ। ও (অভিযুক্ত) আমাদের সঙ্গে যুক্ত নয়, বিজেপি-র সঙ্গে যুক্ত নয়, বহিরাগত ছেলে। বয়েজ হস্টেলের ভিতর ঢুকেছে বলে জানা গিয়েছে। দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ, হরিদেবপুর থানার পুলিশ এবং প্রায় হইহই করে তৃণমূল নেমে পড়েছে যে, 'কসবা, আর জি কর নিয়ে কথা বলছে! কেন্দ্রীয় সংস্থায় কী ঘটনা ঘটেছে'!"
সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, "শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে। শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে। ধ্বংস করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সংস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয়, ম্যানেজমেন্ট ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ছেলেমেয়ে, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী। ভয়ভীতির রাজত্ব কায়েম করা হচ্ছে। আমাদের রাজ্যে পর পর এমন ঘটনা। ঠিক মি টু-র এমন ঘটেছিল। এখন অনেক কলেজ থেকে এমন ঘটনা সামনে আসছে। তৃণমূল ছাত্র পরিষদের নামে গুন্ডা পোষা হয়।"
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, "অত্যন্ত নিন্দনী ঘটনা। আমাদের সমাজে, রাজ্যে, দেশে, পৃথিবীতে এমন এলিমেন্ট সর্বত্র। এদির চিহ্নিত করা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের সংস্থা ওঠা। ওখানে ইউনিয়ন নেই। কসবার ক্ষেত্রে ইউনিয়ন, তৃণমূলকে জড়ানোর কথা ছিল। বিরোধীরা অবশ্যই প্রতিবাদ করবেন। আমাদেরও প্রতিবাদ রইল। আশাকরি, যে নোংরা রাজনীতিক খেলাটা বাইরে খেলেন, এখানে খেলবেন না। বৃহত্তর স্বার্থের কথা ভাববেন। এই যে কেন্দ্রীয় সংস্থায় এই ঘটনা ঘটল, কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা কোথায়? আইআইটি BHU-তে যে ঘটনা ঘটেছিল, তারও তো সুরাহা হল না!"
দেবাংশু- নিন্দনীয় ঘটনা। আমাদের সমাজে, এমন এলিমেন্ট, গোটা রাজ্য, গোটা দেশে, গোটা পৃথিবীতে আছে। তাদের চিহ্নিত করা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের সংস্থা ওটা। ওখানে ইউনিয়ন নেই। রসবার ক্ষেত্রে ইউনিয়ন , তৃমমীূলকে জ়়ানোর ব্যাপার ছিল। বিরোধীরা অবশ্যই প্রতিবাদ করবেন, আমাদেরও প্রতিবাদ রইল। আশা করি এমন নোংরা রাজীনতির খেলা যেটা বাইরে খেলেন, এখানে খএলবেন না। বৃহত্তর প্রেক্ষাপটে ভআববেন, এই যে কেন্দ্রীয় সংস্থায় যা ঘটল, তাহলে কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা কোথায়। আইআইটি বিএইচ ইউ-তেও এয়ে ঘটনা ঘটে, তারও তো সুরাহা পেলাম না।






















