IIM Joka Incident: দ্বিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে কীভাবে ক্যাম্পাসে? শিক্ষাঙ্গনে ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা
Kolkata News: দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল ধর্ষণের অভিযোগ। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট। সবার কাছে পরিচিত, IIM জোকা নামে।

কলকাতা: দ্বিস্তরীয় নিরাপত্তা থাকলেও নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া কীভাবে ক্যাম্পাসে ঢুকলেন বহিরাগত মনোবিদ তরুণী? ওয়ার্ডেনের অনুমতি ছাড়া কী করে গেলেন হস্টেলে? জোকা-কাণ্ড ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। শিক্ষাঙ্গনে ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা।
দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল ধর্ষণের অভিযোগ। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট। সবার কাছে পরিচিত, IIM জোকা নামে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত। অটোনমাস বা স্বয়ংশাসিত হলেও, কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল ইন্সটিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)-এ ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে IIM কলকাতা ৫ নম্বরে রয়েছে। কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোলের মধ্যে এরকম প্রিমিয়াম প্রতিষ্ঠানে চাঞ্চল্যকর অভিযোগ। শিক্ষাঙ্গনে ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা।
অভিযোগকারী মনোবিদ তরুণীর দাবি, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শুক্রবার তাঁকে ক্যাম্পাসে ডাকেন। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের এক পড়ুয়া। হস্টেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, তরুণীর অভিযোগ, শুক্রবার ক্যাম্পাসে ঢোকার সময় তাঁকে ভিজিটর্স বুকে সই করতে দেওয়া হয়নি। কিন্তু বহিরাগত তরুণী নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া কীভাবে ক্যাম্পাসে ঢুকলেন? ওয়ার্ডেনের অনুমতি ছাড়াই বা হস্টেলে গেলেন কী করে? IIM-এর রাঁধুনি শিখা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, হস্টেলের গেটে নিরাপত্তারক্ষী থাকেন। নিয়ম রয়েছে এখানে ওঁদের আগে এন্ট্রি করতে হবে। সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেলস দিতে হবে, তারপর ঢুকতে হবে।''
এদিন আদালতে অভিযুক্তর আইনজীবীও জানান, দ্বিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে ক্যাম্পাসে ঢুকতে হয়। তারপরেও সবার নজর এড়িয়ে কীভাবে ঘটল এই ঘটনা? হস্টেলে এমন ঘটনা ঘটলেও কেন কেউ কিছু টের পেলেন না? উঠছে সেই প্রশ্ন। এবিষয়ে IIM-কলকাতার ডিরেক্টর শৈবাল চট্টোপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়েছেন, গুরুতর অভিযোগ সম্পর্কে সংস্থা পুরোপুরি ওয়াকিবহাল। অভিযুক্ত আমাদের প্রতিষ্ঠানের ছাত্র, তবে অভিযোগকারিণী ইনস্টিটিউটের কেউ নন। এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি এমন কোনও তথ্য, কোনও রকম অনুমানের ওপর ভিত্তি করে যেন ছড়ানো না হয়। যেটা করা হলে তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করতে পারে। তদন্তকারীদের দায়িত্বের সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়া উচিত।






















