Suvendu On IPAC: "নবান্নের সামনে বসব..", IPAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে ধর্নায় বসতে চান শুভেন্দু
Suvendu On IPAC ED Raid: ED-র বিরুদ্ধে তথ্য় চুরির অভিযোগ মমতার, পাল্টা IPAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে ধর্নায় বসতে চান শুভেন্দু

কলকাতা: এলেন, দেখলেন, নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন! কয়লাকাণ্ডে I-PAC-এর কর্ণধার ও তাঁর অফিসে কেন্দ্রীয় এজেন্সি ED-র অভিযান-তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছে ED.পাল্টা ED-র বিরুদ্ধে তথ্য় চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।এই প্রেক্ষিতে I-PAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নবান্নের সামনে বসব। উনি অবৈধভাবে অমিত শাহর অফিসের সামনে গিয়েছিলেন। না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে। নবান্নের সামনে বসব। আমি চেয়েছি ১৫ তারিখ ১৬ তারিখ, একদিন আমি বসতে চাই। যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি।' বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। তাই মহামান্য আদালতের কাছে আবেদন, এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। এরপরই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শম্পা দত্ত পাল।
আইপ্য়াকের অফিস ও কর্ণধারের বাড়িতে ED-র তল্লাশি অভিযান নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও! সুর চড়িয়েছেন ED-র বিরুদ্ধে! অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ১০ দিন আগে দেখেছেন তো, ED-কে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল। নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? দেখেছেন? ৮ জানুয়ারি, আইপ্য়াকের কর্ণধারের বাড়িতে ED তল্লাশির খবর পেয়ে, ছুটে যান মুখ্য়মন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ED এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ মতো মারাত্মক অভিযোগ করেন।
মূলত আইপ্যাককাণ্ডে মুখ্য়মন্ত্রী বলেছেন, প্রার্থী-তালিকা, দলের রণকৌশল, পার্টির পরিকল্পনা, আমার দলের সমস্ত তথ্য় সংগ্রহ করছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন, I-PAC আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম। এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুঠ করা এবং টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডি-র অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার যত ক্ষমতা আছে, আপনি ED লাগান, আপনি CBI লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান। আরেক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার ১০ কোটি মানুষ, দেখি কে হারে, কে জেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। একদিকে ১০ কোটি মানুষ আরেকদিকে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, ED, IT, CBI সব। জিতবে কে? যতই নাড় কলকাঠি, যতই কর হামলা।'






















