ISF: নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে বৈঠকের ডাক ISF-এর, 'ব্রাত্য়' তৃণমূল-বিজেপি
২২ জানুয়ারি, সেদিন ছিল শনিবার। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে ISF-এর সংঘর্ষের আঁচ এসে পড়েছিল ধর্মতলায়।
সত্য়জিৎ বৈদ্য়, সোমনাথ মিত্র ও সমীরণ পাল, কলকাতা: নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে এবার বৈঠকের ডাক দিল আইএসএফ। বৈঠকে সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ করা হলেও, ডাকা হয়নি তৃণমূল-বিজেপিকে। এদিকে, গ্রেফতারিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছেন পিরজাদারা। এরইমধ্যে, দেগঙ্গায়, আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
২২ জানুয়ারি, সেদিন ছিল শনিবার। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে ISF-এর সংঘর্ষের আঁচ এসে পড়েছিল ধর্মতলায়। ISF-এর অবরোধ, পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসে। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শহরের প্রাণকেন্দ্র।
সেদিন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। মাঝে কেটে গেছে গোটা একটা সপ্তাহ। নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে একাধিক আন্দোলন-কর্মসূচি করেছে ISF। ঘণ্টায় ঘণ্টায় রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পিরজাদারা।
যদিও, আদালতের নির্দেশে এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মী-সমর্থক। এই প্রেক্ষাপটে, এবার আন্দোলন আরও জোরদার করার ডাক দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মঙ্গলবার ভারত সভা হলে এক বৈঠকের ডাক দিয়েছে তারা।
বৈঠকে, সিপিএম, কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হলেও, ডাকা হয়নি তৃণমূল ও বিজেপিকে। ISF-এর রাজ্য় সহ সভাপতি শাহজাহান লস্করের কথায়, বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল বিজেপিকে ডাকা হবে না। ওরা একই। বিরোধী কণ্ঠরোধ। শাসকের দুর্নীতি এসব নিয়ে আলোচনা হবে। আন্দোলনের রূপরেখা তৈরি করবে। ভাঙ়়ড়ে পুলিশের জুলুম। রাজ্যজুড়ে বিরোধীরা আক্রান্ত। বলিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা
মঙ্গলবার ISF'র বৈঠকে ডাকা হয়েছে, কয়েকটি সামাজিক সংগঠনকেও। এদিকে, নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন পিরজাদারা। মমতা পুলিশের উপর আর আমাদের ভরসা থাকছে না। তাই নৌশাদ সিদ্দিকী র গ্ৰেফতারের ঘটনায় ন্যায় বিচারের জন্য আমরা সিবিআই তদন্ত চাই।
এদিকে ভাঙড়ের হাতিশালায়, TMC-ISF খণ্ডযুদ্ধের ঘটনায়, শনিবার নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। এরইমধ্যে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ-র বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ নৌশাদের দল।
বিস্ফোরক অভিযোগ আইএসএফের: বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, দেদার বোমাবাজি, নৌশাদের গাড়ি ভাঙচুর। ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-ISF খণ্ডযুদ্ধ, টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার।২১ তারিখ ISF-এর প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে উত্তেজনা। ধর্মতলায় পুলিশ-ISF খণ্ডযুদ্ধ। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি ঘিরে রাজ্য় রাজনীতি এখনও উত্তপ্ত। সেই ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। তাদের দাবি, সংঘর্ষের ঘটনায় বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে।
২১ তারিখের সংঘর্ষের ঘটনায়, এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত মোট ৫০ জনের মধ্য়ে ৪২ জন ISF-এর কর্মী। ৮ জন তৃণমূল কর্মী। এখানেই প্রশ্ন তুলছেন আইএসএফ-সহ বিরোধীরা।