(Source: ECI/ABP News/ABP Majha)
Jadavpur University Student Death : 'রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা', ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপের মৃত্যুর আগে ?
Jadavpur University Student death : স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। আর তার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর আগে ? কোন ঘটনা তাঁকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে ? কী ছিল নেপথ্য কারণ? নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে পুলিশ। সেই সৌরভ চৌধুরী, যার নাম বারবার উঠে এসেছে মৃত ছাত্রের বাবার মুখে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। আর তার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য।
ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপের মৃত্যুর আগে ?
যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কিত একাধিক তথ্য জড়ো হয়েছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮ টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ। এরপর মেন হস্টেলের ৬৮ নম্বর ঘরে ওই ছাত্রের কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েকজন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও।
পুলিশ সূত্রে খবর, এরপর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ-প্রাক্তনীরা স্বপ্নদীপকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ শুরু করেন। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। এর মধ্যেই অসহায় স্বপ্নদীপ, কয়েকজন পড়ুয়ার সামনেই তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যান। পুলিশের দাবি, জেরায় সৌরভ-সহ কয়েকজন পড়ুয়া তথ্য গোপন করার চেষ্টা করছেন। শনিবারও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌরভ ছাড়াও স্বপ্নদীপের ৩ জন রুমমেট এবং ভিনরাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি।
সৌরভের গ্রেফতারির পর কী বললেন স্বপ্নদীপের বাবা ?
এদিকের সৌরভের গ্রেফতারির পর ফের একবার তার কার্যকলাপ নিয়ে মুখ খুললেন মৃত পড়ুয়ার বাবা। তিনি বলেন, স্বপ্নদীপকে পরিচয়ের নামে যারা উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। হস্টেলে পৌঁছে ছেলেকে তিনি তুলে দিয়েছিলেন সৌরভের হাতেই।
পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা পরিচয় করানোর নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েকজন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর ম্যাথমেটিক্সে MSC পাস আউট সৌরভ। ঘটনার দিন কারা সৌরভের সঙ্গে ছিলেন, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে তাঁদের কী ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন :
'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা