Jadavpur University: 'হুমকি চিঠি পেয়ে বিচলিত', যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইস্তফায় বিতর্ক
Jadavpur University Registrar: গতকাল রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কলকাতা: ছাত্রমৃত্যু কাণ্ডের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইস্তফায় তৈরি হল বিতর্ক। হুমকি চিঠির প্রেক্ষিতে থাকতে চাইছেন না স্নেহমঞ্জু বসু, এমনটাই জানিয়েছেন উপাচার্য। ভিআরএসের আর্জি জানিয়েও গোটা বিষয়টি অস্বীকার রেজিস্ট্রারের।
'হুমকি চিঠি পেয়ে বিচলিত হয়ে পড়ি, এভাবে পদত্যাগ করা যায় না। পদত্যাগ করতে হলে আগে জানাতে হবে, উপাচার্যকে অভ্যন্তরীণ বিষয়ে কিছু জানিয়েছি, ইস্তফা-বিতর্ক মন্তব্য রেজিস্ট্রারের। গতকাল রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরই অন্তর্বর্তী উপাচার্যের কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ স্নেহমঞ্জু বসুর, এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। হুমকি চিঠিতে প্রেরক হিসেবে জনৈক রানা রায়ের নাম। রানা রায় কোচবিহারের অধ্যাপক। গতকালই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তিনি চিঠি পাঠাননি, দাবি অধ্যাপক রায়ের। কে পাঠাল চিঠি, উত্তর খুঁজতে জিপিও-র দ্বারস্থ পুলিশ। হুমকি চিঠিকাণ্ডে ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু।