Jadavpur University: সংগঠিত অপরাধ, মানসিক নির্যাতন! যাদবপুরে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও দুই, সৌরভকে জিজ্ঞাসাবাদেই মেলে তথ্য
JU Student Death: রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। তার পরই গ্রেফতার করা হয় ওই দুই ছাত্রকে।
আবির দত্ত, কলকাতা: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও দুই পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই ওই দু'জনের নাম উঠে আসে বলে জানা গিয়েছে (JU Student Death)। রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। তার পরই গ্রেফতার করা হয় ওই দুই ছাত্রকে। ধৃত দু'জনকে দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ নামে চিহ্নিত করা গিয়েছে। লালবাজারে সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে তাঁদের। সবমিলিয়ে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হল। (Jadavpur University)
রাতভর দফায় দফায় জেরা, তার পর গ্রেফতারি, সবমিলিয়ে ধৃত ৩
দীপশেখর এবং মনোতোষ দ্বিতীয় বর্ষের ছাত্র। দীপশেখর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মনোতোষ সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। হুগলির আরামবাগের বাসিন্দা তিনি। মৃত কিশোরের উপর তাঁরা মানসিক নির্যাতন চালান বলে অভিযোগ। শনিবারই তাদের থানায় আসতে বলা হয়। এর পর দফায় দফায় জেরা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, দু'জনের বক্তব্যেই ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। পড়ুয়ার রহস্যমৃত্যুতে, সৌরভের পাশাপাশি এই দু'জনেরও সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই পড়ুয়ার উপর যে মানসিক চাপসৃষ্টি হয়, তার নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল দীপশেখর এবং মনোতোষেরও। জিজ্ঞাসাবাদে তাঁরা অনেক তথ্য লুকোচ্ছিলেন বলেও জানা যাচ্ছে। কিন্তু সৌরভের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে গেলে ফাঁকফোকর ধরা পড়ে। তাতেই গ্রেফতার করা হয় দীপশেখর এবং মনোতোষকে। লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে দু'জনকে।
সংগঠিত ভাবে ঘটানো হয় অপরাধ, মানসিক নির্যাতন চলে কিশোরের উপর, সন্দেহ তদন্তকারীদের
সৌরভ, দীপশেখর এবং মনোতোষ ছাড়াও, আরও বেশ কিছু নাম পুলিশের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। কেন, কী উদ্দেশ্যে মৃত পড়ুয়ার উপর চাপসৃষ্টি করা হচ্ছেিল, কতদিন ধরে এই কাণ্ড চলছিল এবং শুধু ওই পড়ুয়া, নাকি আরও কেউ এই অত্যাচারের শিকার হয়েছেন, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের মোবাইল ফোনের রেকর্ডও দেখা হচ্ছে খতিয়ে। তদন্তকারীদের মতে, সংগঠিত ভাবে অপরাধ ঘটানো হয়েছে বলে। সৌরভের মতো দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষ এবং দীপশেখরও ওই পড়ুয়ার মৃত্যুতে সমান দায়ী বলে মনে করা হচ্ছে। সিনিয়রদের সঙ্গে মিলে তাঁরা এই ঘটনা ঘটান বলে মনে করা হচ্ছে।