Jadavpur University Chaos: চোখের পাশে ১৪টি সেলাই ! কেমন আছেন 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম' যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ ?
Jadavpur University Update:শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র , কেমন আছেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ ?

কলকাতা: WBCUPA-SFI সংঘর্ষে গতকাল রণক্ষেত্রের আকার নিয়েছিল যাদবপুর। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। অভিযোগ সেই অবস্থাতেই এগিয়ে গিয়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ি। এরপরেই আহত ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ইন্দ্রানুজ রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চোখের পাশে ১৪টি সেলাই পড়েছে প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজের। সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক।'
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেছিলেন, আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি। তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব...কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।
গতকাল এসএসকেএমে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পড়ুয়াদের একাংশের এই অভিযোগে পাল্টা সুর চড়ান তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এসব আজে বাজে কথা বলে কোনও লাভ নেই। এই ধরনের কথা বলে কোনও লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তাঁর ঘোষিত প্রোগ্রামে গেছেন। তাঁকে বাধা দেওয়া হবে কেন? এবার তিনি তাঁর মতো করে যাবেন তাঁর রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছেন এই কথাগুলো আসবে কেন?'
আরও পড়ুন, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পথে এআইডিএসও, অগ্নিসংযোগে ধৃত প্রাক্তনী
কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়িতে এভাবে হামলা চালাল কারা? এঁরা কি এসএফআই? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ' আমি সবাইকে বুঝতে পারিনি। সব মিলিয়ে-মিশিয়ে ছিল। এসএফআই কিন্তু আমার সঙ্গে আলাদা করে দেখা করেছে, এবং তাঁরা ডেপুটেশন দিয়েছে। তাঁরা, তাদের কেউ কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারব না।' গতকাল দিনভর ধুন্ধুমারের পরও, যাদবপুরে থামেনি উত্তেজনা। শনিবার সন্ধের পর বিশ্ববিদ্যালয়ের সামনে নামানো হয়েছিল র্যাফ।
ওই ঘটনার পর শিক্ষামন্ত্রী বলেছিলেন, 'যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
