West Bengal News LIVE: আজ থেকে উচ্চ মাধ্যমিক, পরীক্ষা শুরুর দিনেই ধর্মঘটের ডাক SFI-র
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা। গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র। ক্যাম্পাসে আগুন। ৭টি FIR দায়ের। গ্রেফতার ১। যাদবপুরে রক্তাক্ত আন্দোলনকারীরা। প্রতিবাদে জেলায় জেলায় SFI-এর বিক্ষোভ। বর্ধমানে তুলকালাম। বাঁকুড়ার মিছিল। কাল ছাত্র ধর্মঘটের ডাক SFI-এর। একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়।
Voter List: ভুয়ো ভোটার ধরতে গিয়ে নাম বাদ যাওয়া আসল ভোটারদের মুখোমুখি হলেন তৃণমূল কাউন্সিলর
ভুয়ো ভোটার ধরতে গিয়ে নাম বাদ যাওয়া আসল ভোটারদের মুখোমুখি হলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। উল্টোডাঙায় ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে মিলল বিস্তর গরমিল। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়, নানারকম সমস্যায় পড়তে হচ্ছে। যাবতীয় দায় বাম-বিজেপির, দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।
RG Kar Case: আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশকর্মীদের তলব
আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশকর্মীদের তলব । ১১জন পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের। ঘটনার দিন আর জি করে আউটপোস্টে কর্মরত পুলিশকর্মীদের তলব। কাল ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।





















