Jalpaiguri Dengue Update: উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্ত ৮২; কী করছিল প্রশাসন? তোপ বিজেপির
করোনা মহামারীর (Corona Pandemic) মধ্যেই ডেঙ্গির হানা। জলপাইগুড়িতে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় এ পর্যন্ত ৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত। পুর-এলাকায় ৩ দিনে আক্রান্ত ৮ জন।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা আবহে এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) ডেঙ্গির (Demgue) থাবা। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, স্বীকার করছে জেলা স্বাস্থ্য দফতর (Department of Health)। এতদিন কী করছিল প্রশাসন? প্রশ্ন তুলে তৃণমূলকে তোপ বিজেপির। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে ডেঙ্গি প্রতিরোধের কাজ, আশ্বাস পুরসভার।
করোনা মহামারীর (Corona Pandemic) মধ্যেই ডেঙ্গির হানা। জলপাইগুড়িতে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় এ পর্যন্ত ৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত। জলপাইগুড়ি পুর-এলাকায় ৩ দিনে আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে রয়েছে এক ২ বছরের শিশুও।
ধূপগুড়ি (Dhupguri), রাজগঞ্জ (Rakganj), মালবাজার ব্লকে (Malbazar)বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ডেঙ্গি প্রতিরোধে পুরসভাগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জলপাইগুড়ির (Jalpaiguri) সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃদুল ঘোষ জানিয়েছেন, এবার বেশি হচ্ছে। অবস্থা স্থিতিশীল। পুরসভাগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোথাও যাতে জল না জমে বলা হয়েছে।
স্বাস্থ্য দফতরের (Department of health) নির্দেশ পেয়েই তত্পর হয়েছে পুর প্রশাসন । মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি, নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই নিয়েই আসরে নেমেছে বিজেপি। এতদিন কী করছিল পুরসভা? প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে তারা।
জলপাইগুড়ি অলোক চত্রবর্তী, বিজেপি, সহ সভাপতির কথায়, আগে থেকে ব্যবস্থা নেয়নি, যখন ডেঙ্গি এসেছে টনক নড়েছে। পুরভোটের আগে চমক। আবার কিছু টাকা লুঠ হবে।
জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলী ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনার পাশাপাশি ডেঙ্গি ছড়াচ্ছে, পুরসভা তত্পর, মশা মারার স্প্রে থেকে গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু হয়েছে। পুরভোটের আগে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে জলপাইগুড়িতে তুঙ্গে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: TET Agitation: অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের