Dhupguri News: সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ঢুকে ফল বিলি বিজেপি সাংসদের, তুঙ্গে তরজা
Jalpaiguri News: সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। দলীয় কর্মীদের নিয়ে সেখানে ঢুকে, ফল বিলি করলেন বিজেপি সাংসদ।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হাসপাতালে প্রসূতিদের ফল বিলি নিয়ে ধূপগুড়িতে রাজনৈতিক তরজা তুঙ্গে (Dhupguri News)। বিজেপি (BJP) সাংসদ ও বিধায়ক অনুমতি না নিয়েই হাসপাতালে ঢোকেন, এই অভিযোগ তুলে সরব তৃণমূল (TMC)। হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অনুমতি নিয়েই ফল বিলি করেছেন, পাল্টা দাবি বিজেপি সাংসদের (Jalpaiguri News)।
বিজেপি নেতারা বিনা অনুমতিতে হাসপাতালে ঢোকেন বলে অভিযোগ
সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। দলীয় কর্মীদের নিয়ে সেখানে ঢুকে, ফল বিলি করলেন বিজেপি সাংসদ। আর সেই ভিডিও ভাইরাল হতেই, ধুন্ধুমার কাণ্ড বাধল জলপাইগুড়ির ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। অনুমতি ছাড়া বিজেপির নেতা-কর্মীরা কীভাবে প্রসূতি ওয়ার্ডে ঢুকলেন?
এই প্রশ্ন তুলে, হাসপাতাল চত্বরে ঢুকে বিক্ষোভ, স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা।
সম্প্রতি সেবা পক্ষ কর্মসূচি উপলক্ষে, ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ফল বিলি করে বিজেপি। অভিযোগ, প্রায় ৩০-৪০ জন কর্মী সমর্থক নিয়ে, প্রসূতি বিভাগে ঢোকেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় ও বিধায়ক বিষ্ণুপদ রায়। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র সাংসদ, বিধায়করা সস্তার রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূলের। তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
আরও পড়ুন: Cooch Behar News: ২২ বছরের দল, রাজ্যে ক্ষমতায় ১১ বছর, এতদিনে কোচবিহারে স্থায়ী পার্টি অফিস পেল তৃণমূল
ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজেশ সিংহ বলেন, "অনুমতি না নিয়ে একজন সাংসদ তার ফুল টিম নিয়ে লেবার ওয়ার্ডে ঢুকে সদ্য প্রসব হওয়া মায়েদের কীভাবে ফল বিতরণ করলেন? এটা বিজেপির সস্তার রাজনীতি,ধিক্কার জানাই।"জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় আবার বলেন, "কল্পনা করতে পারেন! এমন অভিযোগ!! অনুমতি দিয়েছিলেন বলেই তো গিয়েছি, আমিও একজন চিকিত্সক।"
হাসপাতালে ফল বিলি নিয়ে রাজনৈতিক তরজা
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিকও। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেন, "ফল বিতরণ করতে হলে সিস্টার ইনচার্জের হাতে তুলে দিতে হয়, ডায়েট চার্ট হিসেবে সেটা রোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়, কোনওভাবেই জেনারেল বা লেবার ওয়ার্ডে প্রবেশ করা যাবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছিলো, বিষয়টি খতিয়ে দেখা হবে।" রবিবার এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। দুই দলের নেতারা পরস্পরকে তীব্র আক্রমণ করে চলেছেন।