Jalpaiguri News: নারী নিরাপত্তায় নজর, জলপাইগুড়িতে 'উইনার্স টিম'
Jalpaigui Update: মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ দল। স্কুটিতে টহল দেবেন তাঁরা। উর্দির রং হবে কালো। হাতে থাকবে লাঠি।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শহরে নারী নিরাপত্তা মজবুত করার লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার নারী নিরাপত্তা আটোসাঁটো করতে জলপাইগুড়িতে (Jalpaiguri) নামল পুলিশের উইনার্স টিম। মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ দল। স্কুটিতে টহল দেবেন তাঁরা।
উর্দির রং কালো:
জলপাইগুড়িতে যে উইনার্স টিম নামছে তাঁদের উর্দির রং হবে কালো। হাতে থাকবে লাঠি। জলপাইগুড়ি শহর এলাকায় টহল দেবেন তাঁরা। ২০ জন মহিলা পুলিশকর্মীকে নিয়ে এই বিশেষ দল গঠন করা হয়েছে জেলা পুলিশের তরফে। ইভ টিজিং, নারীদের বিরক্ত করা বা এরকম কোনও অসামাজিক কাজ রুখতেই এমন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের।
স্পেশাল ফোন নম্বর:
উইনার্স টিমকে খবর দিতে একটি বিশেষ ফোন নম্বর (Phone Number) চালু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। ৯০৮৩২৭০৫১৭-এই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই বাহিনী।
কোথায় কোথায় নজরদারি:
পুলিশ সূত্রে খবর, এই বাহিনী বিভিন্ন স্কুল (School),কলেজ, হাসপাতাল এলাকা, রাতে শপিং মল (Shopping Mall) এলাকায় নজরদারি চালাবে।
জলপাইগুড়ি শহরকে বেশ কয়েকটি বিটে ভাগ করা হয়েছে। মূলত বিভিন্ন কাজে রাস্তায় বেরনো মহিলা সহনাগরিকদের বিভিন্ন অপরাধমূলক ঘটনার হাত থেকে দ্রুত রক্ষা করার উদ্দেশ্যে নিয়েই কাজ করবে এই উইনার্স টিম।
এর আগে অন্য জেলাতেও:
নারী নিরাপত্তা (Women Security) বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বসিরহাট জেলা পুলিশ (Basirhat District Police)। তৈরি হয়েছিল ১৩ জন মহিলা পুলিশের একটি দল। নারী-সুরক্ষা সুনিশ্চিত করতে বসিরহাট (Basirhat) শহরে বিভিন্ন এলাকায় বাইকে নজরদারি চালাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী। একই সঙ্গে খড়্গপুরেও তৈরি হয়েছে এমন বিশেষ দল। রি, ছিনতাই, ইভটিজিং রুখতে কলকাতার ধাঁচে খড়গপুরে তৈরি হয়েছে মহিলা পুলিশের উইনার্স টিম। খড়গপুর টাউন থানার উদ্যোগে তৈরি এই টিমে রয়েছেন ১৬ জন মহিলা পুলিশ কর্মী। সন্ধে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খড়গপুর শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছে উইনার্স টিম। সবার প্রথমে কলকাতা পুলিশ এলাকায় শুরু হয়েছিল এমন দল। তারপরেই বিভিন্ন জেলায় এমন পুলিশ বাহিনী তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: বাটাগুর বাঁচাতে পদক্ষেপ, শুরু হবে ১০ বছরের পাইলট প্রজেক্ট