South 24 Pargana: বাটাগুর বাঁচাতে পদক্ষেপ, শুরু হবে ১০ বছরের পাইলট প্রজেক্ট
South 24 Pargana Update: সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (এসটিআর) এবং টার্টেল সারভাইভাল অ্যালায়েন্স (টিএসএ)।
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাটাগুর বাসকা। গাঙ্গেয় উপকূল ও সুন্দরবনের নদ-নদীতে দেখা মেলে লুপ্তপ্রায় এই কচ্ছপের। জলবায়ু বদল এবং আরও নানা কারণে বিপন্ন এই প্রজাতির কচ্ছপ। এগুলিকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। এবার বিপন্ন এই কচ্ছপের সংখ্যা বাড়াতে আগামী ১০ বছর ধরে পাইলট প্রজেক্ট চালানোর সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (এসটিআর) এবং টার্টেল সারভাইভাল অ্যালায়েন্স (টিএসএ)।
সোমবার আন্তর্জাতিক কচ্ছপ দিবস (World Turtle Day) উপলক্ষে সুন্দরবনের সজনেখালিতে আয়োজিত হয়েছে একটি বিশেষ কর্মশালা৷ সেখানেই লুপ্তপ্রায় এই কচ্ছপের সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ পাশাপাশি ট্রান্সমিটার বসানো একটি কচ্ছপকেও এদিন গভীর জঙ্গল লাগোয়া নদীতে ছেড়ে দেওয়া হয়।
বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপের চলাফেরা, পছন্দের পরিবেশ ও যাত্রাপথ সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানতে গত ১৯ জানুয়ারি নটি কচ্ছপের দেহে ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল নদীতে। তারমধ্যে দুটি কচ্ছপ চলে গিয়েছিল বাংলাদেশে৷ সে দেশের বনবিভাগ ট্রান্সমিটার লাগানো দুটি কচ্ছপকেই উদ্ধার করে। সেই দুটি কচ্ছপকে আগামী ২৫মে ছেড়ে দেওয়া হবে নদীতে। এই ট্রান্সমিটার লাগানো কচ্ছপগুলির থেকে বহু তথ্য হাতে আসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও টার্টেল সারভাইভাল অ্যালায়েন্স-এর গবেষকদের কাছে। সোমবার আয়োজিত কর্মশালায় সেই তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়।
কী জানা গিয়েছে:
২০১২ সালের তথ্য অনুযায়ী সুন্দরবনের এই কচ্ছপের সংখ্যা ছিল ১২টি। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৭০ এ। এবার লুপ্তপ্রায় কচ্ছপদের বাঁচাতে সুন্দরবনের স্কুলের পড়ুয়া এবং স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন কচ্ছপ নিয়ে একটি পোস্টারও প্রকাশ করা হয়। যেখানে স্থান পেয়েছে প্রায় ২০টি কচ্ছপ। যার মধ্যে গাঙ্গেয় কাছিম, (নিলসনিয়া গ্যাঞ্জেটিকা), ময়ূরপঙ্খী (নিলসনিয়া হুরাম) সহ প্রায় ১৪টি কচ্ছপ লুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল জে টি ম্যাথেউ, প্রধান মুখ্য বনপাল (বণ্যপ্রাণ) দেবল রায়,সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস, সহ ক্ষেত্র অধিকর্তা জোনস জাস্টিন, টার্টেল সারভাইভাল অ্যালায়েন্স-এর ডিরেক্টর শৈলেন্দ্র সিং প্রমুখ। ক্ষেত্র অধিকর্তা তাপস দাস বলেন, 'আগামী ১০ বছর ধরে সুন্দরবনের নদ নদীতে বাটাগুর বাকসার প্রজাতির কচ্ছপের সংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ হবে৷ ইতিমধ্যেই ডিম ফুটে বাচ্চাও করা হয়েছে। অবলুপ্তির হাত এই ধরনের কচ্ছপকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে।'
আরও পড়ুন: কাঁধ থেকে নামিয়ে ফেলেছে দিদি', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া অধীরের, RTI করলেন অনুপম