Jalpaiguri: ডুয়ার্সে জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ল তিনটি হাতি
Jalpaiguri: ডুয়ার্সের ডায়না জঙ্গল থেকে তিনটি হাতি রেতি জঙ্গলে যাওয়ার পথে কাঠালগুরি চাবাগানে ঢুকে পরে। সুর্যের আলো ফুটে ওঠায় হাতির দল চা বাগানের মধ্যে ঢুকে পড়ে।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পরল তিনটি হাতি। আতঙ্ক ছড়ালো চা বাগানে। বন্ধ বাগানের স্বাভাবিক কাজ কর্ম। ডুয়ার্সের ডায়না জঙ্গল থেকে তিনটি হাতি রেতি জঙ্গলে যাওয়ার পথে কাঠালগুরি চাবাগানে ঢুকে পরে। সুর্যের আলো ফুটে ওঠায় হাতির দল চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় ও তাঁর দল এবং ঘটনা স্থলে পৌছেছে বানারহাট রেঞ্জের বনকর্মীরা। হাতির দলটির উপর চালানো হচ্ছে নজর দারি। সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা।
কিছুদিন আগেই নকশালবাড়ির কিরনচন্দ্র চা বাগানে একপাল হাতির লাইন পারাপারের ছবি উঠে এসেছিল। শীতের আগমন শুরুর মুখেই ফের আনাগানা শুরু গজরাজের দলের। হাতির কোরিডর হিসেবে পরিচিত নকশালবাড়ির কিরণচন্দ্র চাবাগানের মধ্যে দিয়ে এদিন একপাল হাতির দলকে পারাপার করতে দেখা যায়। ৩০-৩৫টি হাতির দল এদিন চা বাগানের মধ্যে দিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক এবং রেললাইন পার করে ব্যাংডুবির জঙ্গলে ফিরে যায় বলে বনবিভাগ সূত্রে জানা গিয়েছে। শীতের আগমন হতেই হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পরে। এদিনও সেই ঘটনা বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
ঝাড়গ্রাম শহর লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কে দলমার দলছুট দাঁতাল হাতির দাপিয়ে বেড়ােনোর ছবি উঠে এসেছিল। হেঁটে বেড়াল এদিক-ওদিক। বালিভাষা এলাকায় হাতির দাপাদাপিতে একঘণ্টা জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন।