Jalpaiguri News: জাতীয় সড়কে গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা, আহত তৃণমূল কর্মী
Jalpaiguri News:শুধু অমরনাথ বাবু নয়, একটি অন্য গাড়িতেও ওই এলাকায় একইভাবে পাথর ছোড়ে দুষ্কৃতীরা।পাথর মাথায় লেগে ওই গাড়িতে থাকা এক তৃনমূল কর্মীও গুরুতর আহত হয়েছেন।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : এবার জাতীয় সড়কে (Natinal Highway) দুষ্কৃতীদের হামলার শিকার হলেন জলপাইগুড়ি জেলা পরিষদের (Jalpaiguri Jila Parishad Mentor) মেন্টর অমরনাথ ঝা। শনিবার রাতে চালসা নাগরাকাটামুখী (Chalsa nagrakata) ৩১ নং (No.31) জাতীয় সড়কের খুনিয়া মোড় এলাকায় দুষ্কৃতীরা অমরনাথ ঝার গাড়িতে বড়ো পাথর ছুড়ে হামলা (Hurled Stones) চালিয়েছে বলে অভিযোগ। গাড়ির কাচ ভেঙে গিয়ে ভেতরে থাকা এক যুবকও আহত হন বলে জানা গিয়েছে।
শুধু অমরনাথ বাবু নয়, একটি অন্য গাড়িতেও ওই এলাকায় একইভাবে পাথর ছোড়ে দুষ্কৃতীরা।পাথর মাথায় লেগে ওই গাড়িতে থাকা এক তৃনমূল কর্মীও গুরুতর আহত হয়েছেন।তাঁর বাড়ি ময়নাগুড়ি জল্পেশ এলাকায় ।ওই যুবক চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এইভাবে জাতীয় সড়কে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।মেন্টর অমরনাথ ঝা বলেন,শ নিবার সন্ধ্যায় আমি বিশেষ কাজে লাটাগুড়িতে জেলা তৃণমূল সভানেত্রীর বাড়ি যাচ্ছিলাম।যাওয়ার পথে খুনিয়া মোড় এলাকায় হঠাৎ গাড়ির পিছনে একটি বড় পাথর কেউ ছুড়ে মারে। বড়সড় পাথরের ধাক্কায় গাড়ির কাঁচ ভেঙে যায়। এরফলে আমার গাড়ির পিছনে বসে থাকা এক যুবক আহত হয়।আমি গাড়ি না থামিয়ে চালসায় নিয়ে আসি। কিছুক্ষণ পর দুষ্কৃতীরা আরও একটি গাড়িকে একইভাবে ঢিল মেরেছে বলে জানতে পেরেছি। আমি বিষয়টি পুলিশ ও জেলা সভানেত্রীকে জানিয়েছি।
পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি জানান তিনি।এই ঘটনায় মেটলি থানায় অভিযোগ জানিয়েছে অমরনাথ বাবু।
রবিবার সকাল ১১টা নাগাদ নাগরাকাটার চম্পাগুড়িতে হাট করতে এসে চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর এই মর্মান্তিক ঘটনায় (Road Accident) গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিস জানিয়েছে মৃত হাট ব্যবসায়ীর নাম আজাবুল হোসেন (১৮)। বাড়ি ধূপগুড়ির মল্লিকসভাতে। জানা গিয়েছে, এদিন ছিল চম্পাগুড়িতে হাটের দিন। প্রতি সপ্তাহের মত এদিন অনান্য হাট ব্যবসায়ীদের সঙ্গে ওই যুবক হাট করতে এসেছিলেন। পাহাড়ি এই চড়াইয়ের রাস্তায় গাড়ি ধীর গতিতে চলছিল। হঠাৎ আজাবুল বাবু গাড়ি থেকে পড়ে যান। ব্যবাসায়ীরা তাকে উদ্ধার সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আজাবুলকে মৃত বলে ঘোষণা করেন।