Jalpaiguri News: পাচারের আগেই লক্ষাধিক টাকার সোনা- সহ গ্রেফতার ২, বড় সাফল্য কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের
Jalpaiguri Crime: পাচারের আগেই লক্ষাধিক টাকার সোনা- সহ গ্রেফতার ২। কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে পাকড়াও করে।
বাচ্চু দাস, নিউ জলপাইগুড়ি: ফের বড়সড় সাফল্য কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের। পাচারের আগেই লক্ষাধিক টাকার সোনা- সহ গ্রেফতার দুই। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে (New Jalpaiguri ) অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে পাকড়াও করে। তল্লাশি চালাতেই তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ২৯২ গ্রাম সোনা।
নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁদের গ্রেপ্তার করে ডিআরআই আধিকারিকরা। ধৃতরা হল মহম্মদ মোস্তাকিম ও আব্দুল রহমান। ধৃতরা দুজনই তামিলনাডুর বাসিন্দা। জানা গিয়েছে ধৃতরা আসামের থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে সোনা গুলি নিয়ে শিলিগুড়ি হয়ে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা মাত্রই অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় দুই ব্যক্তিকে। উদ্ধার হওয়ার সোনার আনুমানিক বাজার মূল্য ৬৫ লক্ষ ৩৮ হাজার ৮১২ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন মঞ্জুর হয়।
চলতি সপ্তাহে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না। প্রায় আটশো গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যবসায়ীর পাটুলিতে সোনার দোকান ও সোনারপুরের মালঞ্চ এলাকার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে এগুলি সমস্ত চোরাই সোনা। ধৃতের নাম বঙ্কিম কর্মকার। গত ১০ অক্টোবর সোনারপুর এলাকা থেকে ধরা পড়ে ৩ ডাকাত। তাঁদের নাম মুজিবর মণ্ডল, সইফুদ্দিন মণ্ডল ও শঙ্কর দাস। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের খোঁজ মেলে। চোরাই সোনারও হদিশ পাওয়া যায়।
আরও পড়ুন, ৪৫ বছরেই সব শেষ, দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর
খাস কলকাতার অনতিদূরে টাকার পাহাড় উদ্ধার হয় এক ট্রেনযাত্রী যুবকের কাছ থেকে। ছিমছাম পোশাক। চেহারাও সাধারণ। হাতে বড় ব্যাগ। লোকাল ট্রেনে সওয়ার হয়েছিল টিটাগড়ের বাসিন্দা অভিষেক। বিকেলে সেই সময়ই ট্রেনে চেকিং করছিল নৈহাটি জিআরপি। যুবকের আচরণই তাকে ধরিয়ে দেয়। উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যা হাতে গোনা মুশকিল, অঙ্কটা আকাশ ছোঁয়া। শেষ পাওয়া খবর অনুসারে টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। আনা হয় টাকা গোনার যন্ত্র। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।