Saline Controversy: এবার স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন, প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘিরে বিতর্ক
Death News: উত্তরবঙ্গ মেডিক্যালে ভেন্টিলেশনে রয়েছেন প্রসূতি। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ পরিবারের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ি মেডিক্যালে প্রসূতি শারীরিক অবস্থার অবনতি ঘিরে বিতর্ক। প্রশ্ন উঠছে স্যালাইনের গুণগত মান নিয়ে। পরিবারের অভিযোগ, স্যালাইন দেওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
জলপাইগুড়ি মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে ওই মহিলাকে। উত্তরবঙ্গ মেডিক্যালে ভেন্টিলেশনে রয়েছেন প্রসূতি। ইতিমধ্যেই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, স্যালাইন ব্যবহারের পরই প্রসূতির অবস্থার অবনতি হয়। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি বোয়ালমারি নন্দন পুর গ্রামপঞ্চায়েতের এলাকার বাসিন্দা বছর ২৩ এর সান্ত্বনা রায়। প্রসব বেদনা উঠলে গত ২৯ ডিসেম্বর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা মাদার চাইল্ড হাবে ভর্তি করে পরিবার। ওই রাতেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ, তারপরের দিন থেকেই অসুস্থ হতে শুরু করেন তিনি। কিডনি বিকল হয়ে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয় বলে অভিযোগ পরিবারের। এরপর ২ জানুয়ারি গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এখনও রোগী সেখানে চিকিৎসাধীন। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
এই ঘটনার জেরে সোমবার রাতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। কেন সন্তান জন্মের পর অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবার। স্বামী উত্তম মাতব্বর অভিযোগ করে বলেন, "সন্তান হওয়ার পর অবস্থার অবনতি হয় তখন দুটো ইনজেকশন তিনটে স্যালাইন দেওয়া হয়েছিল। আমার সন্দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন নিয়ে যেই ঘটনা হয়েছে। এখানেও হয়ত তাই হয়েছে।''
নাগরিক চেতনা মঞ্চের সদস্য গোপাল দে সরকার বলেন, "মেদিনীপুরের ঘটনা সামনে আসার পর আমরা আতঙ্কিত। তাই আমরা চাই রোগী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য উপযুক্ত চিকিৎসা হোক। একইসঙ্গে ঘটনার উপযুক্ত তদন্ত হোক। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের MSVP ডাক্তার কল্যান খাঁ জানিয়েছেন, "গতকাল রাতে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পরই আমরা স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহ মোট ৫ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে একটি তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছি।''






















