Jalpaiguri News: ভিন্ রাজ্যে পাচারকার্যে বাংলার মাটিকে ব্যবহার! জাতীয় সড়কে কয়েক লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার
Wood Smuggling: পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হয়েছে।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিনোদনপ্রেমীদের হাততালি কুড়িয়েছে দক্ষিণী ছবি 'পুষ্পা'। লাল চন্দ কাঠ পাচার করে পুষ্পারাজের রকেট উত্থান চেটেপুটে গ্রহণ করেছেন সকলে। চন্দন না হলেও, বাংলায় এ বার সেগুন কাঠ পাচারচক্রের হদিশ মিলল (Teak Wood Smuggling)। জলপাইগুড়িতে জাতীয় সড়কের উপর উদ্ধার হল কয়েক লক্ষ টাকার সেগুন কাঠ (Jalpaiguri News)।
জাতীয় সড়কের উপর সেগুন কাঠ পাচার রুখল পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর এসে পৌঁছেছিল (TEak Wood)। সেই মতো, গোশালা মোড়ে জাতীয় সড়কে মোতায়েন ছিল জেলা পুলিশের এসওজি এবং পুলিশকর্মীরা। সেখানেই অভিযান চালিয়ে বহুমূল্য সেগুন কাঠ বোঝাই লরির নাগাল মেলে। এই ঘটনায় ভিন্ রাজ্যের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হয়েছে। কাঠ বোঝাই লরিতে ভারতীয় সেনাবাহিনীর স্টিকার প্রতীকী চিহ্ন লাগানো ছিল। কোনও ভাবে যাতে পুলিশ গাড়ি না আটকায়, তার জন্যই ওই পন্থা বলে। কিন্তু শেষরক্ষা হল না। সেগুন কাঠ বোঝাই লরির পুলিশের হাতে ধরা পড়ে গেল।
আরও পড়ুন: BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে হিংসা, মানবাধিকার লঙ্ঘন! সিবিআই চাইল বিজেপি-র কেন্দ্রীয় দল
জাতীয় সড়ককে কাজে লাগিয়ে এলাকায় কাঠ পাচার চক্র ক্রমশই সক্রিয় হয়ে উঠছে বলে বেশ কিছু দিন ধরেই অভিযোগ সামনে আসছিল। এর আগেও একাধিক বার তার পর্দাফাঁস করতে অভিযান চালায় পুলিশ। কয়েক দফায় অভিযান চালিয়ে পাচারকারীদের কাছ থেকে ১ কোটি টাকার বেশি কাঠও উদ্ধার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ।
এ বারও জেলা পুলিশের এসওজি গোপন সুত্রে খবর পেয়ে কোতোয়ালি থানায় সঙ্গে যৌথভাবে অভিযান চালান গোশালা মোড়ে। সন্দেহজনক ঠেকায় হরিয়ানা রাজ্যের একটি লরিকে আটক করে পুলিশ। এর পর লরিতে তল্লাশি চালানোর সময় বোঝা করা সেগুন কাঠ উদ্ধার হয়। প্রচুর পরিমাণ সেগুিন কাঠ বোঝাই করে নিয়ে গেলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি লরির চালক, আদতে বিহারের বাসিন্দা রাজেশ যাদব।
ভিন্ রাজ্যের বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ
তাতেই রাজেশকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নাগাল্যান্ড থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুন কাঠ। লরিতে প্রায় ২১৬ সেফটি সেগুন কাঠ মজুত ছিল বলে জানিয়েছে পুলিশ। জেরায় উঠে এসেছে নাগাল্যান্ডে থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুন কাঠ। লরি থেকে যে পরিমাণ সেগুন কাঠ উদ্ধার হয়েছে, তার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ধৃতকে আদালতে তোলার প্রস্তুতি শুরু করেছে পুলিশ। হেফাজতে পেলে, পাচারচক্রের শিকড় পর্যন্ত পৌঁছনো সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।