Jalpaiguri Storm: ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..
Suvendu Attacks Mamata: ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, কী বললেন শুভেন্দু ?
উত্তরবঙ্গ: আচমকা ঝড়ে তছনছ জলপাইগুড়ি (Jalpaiguri Storm)। টাকা-পয়সা-সহ আলমারি গিয়েছে উড়ে। প্রিয়জনকেও হারিয়েছেন একাধিক পরিবার। এদিকে এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু বলেন,' মুখ্যমন্ত্রীর উচিত ভোট-ধর্ম পালন না করে রাজধর্ম পালন করা। আমাদের কমার্সিয়াল ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। উনি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইটে। কারণ ইলেক্টোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। বাগডোগরা যাওয়ার আগে মন্তব্য শুভেন্দু অধিকারীর। মূলত রবিবার পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়পক ক্ষয়ক্ষতি হয়েছে।আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাগডোগরা বিমান বন্দরে নেমে রাতেই ঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাত সাড়ে ১২টা নাগাদ প্রথমে আহতদের দেখতে হাসপাতালে যান। এরপর বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঝড়ের তাণ্ডবে এই গ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাত ২টো নাগাদ চালসার দিকে রওনা দেন তিনি। এই ঘটনার খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করে ম়ৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।
আরও পড়ুন, ঝড়ের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল
অপরদিকে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান প্রধানমন্ত্রী।রাজভবন সূত্রে খবর এদিন সকালেই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্য়পাল সিভি আনন্দ বোসও। আজই আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি।জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ির পাশাপাশি গাছও ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের। ঝড়ব়ৃষ্টি হয় আলিপুরদুয়ারের জটেশ্বরেও। ঝড়ের দাপট কমতেই শুরু করা হয় উদ্ধারকার্য।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)