(Source: Poll of Polls)
Kashmir Bus Accident : ত্রস্ত কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে ছিটকে পড়ল বাস, ছুটে এল সেনা
Jammu Kashmir bus accident : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে ২ বাস যাত্রীর।

শ্রীনগর: যুদ্ধ আতঙ্ক উপত্যকা জুড়ে। স্বাভাবিক জীবন সেই থেকে গিয়েছে ২২ এপ্রিল। পহেলগাঁও হামলার পর কাশ্মীর যেন সারা দেশের মানুষের কাছে মৃত্যু উপত্যকা। সারাক্ষণ সেনার টহল। একের পর এক জঙ্গি ও জঙ্গি সহায়কদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। দিনরাত চলছে চিরুনিতল্লাশি। সারা রাত শোনা যাচ্ছে গুলির শব্দ, সীমান্তের ওপার থেকে। এপার দিচ্ছে জবাব। গেলা বারুদের গন্ধে বাতাস ভারী ভূস্বর্গের। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে ২ বাস যাত্রীর।
পুঞ্চে বাস উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত ৩৫ জন। পুঞ্চ জেলার সরকারি হাসপাতালের বিএমও মহম্মদ আশফাক চৌধুরী জানিয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তিনি আরও জানান, আমরা পাঁচজনকে এখান থেকে রেফার করেছি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের এখানেই চিকিৎসা চলছে। আমরা পাঁচজনকে রেফার করেছি যাতে তাঁদের যথাযথ চিকিৎসা হয়। দুর্ঘটনার পর প্রশাসন, পুলিশ ও সিআরপিএফ সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায়।
সংবাদ সংস্থা পিটিআই-সূত্রে খবর, একটি প্রাইভেট বাস পথ থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় তখনই। সূত্রের খবর, বাসটি ঘানি গ্রাম থেকে মেন্ধেরের দিকে যাচ্ছিল, সেই সময় সকাল ৯টা ২০ মিনিট নাগাদ মানকোট এলাকার সংগ্রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানরাও উদ্ধার কাজে অংশ নেয়। মৃতদের নাম মহম্মদ মজিদ (৪৫ বছর), নূর হোসেন ( ৬০ বছর )। আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
আশফাক চৌধুরী জানিয়েছেন, নয় জন আহতের অবস্থা গুরুতর, যাদের মধ্যে পাঁচজনকে বিশেষ চিকিৎসার জন্য জম্মু সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসি) রেফার করা হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়ে ছিলাম।”
#WATCH | J&K | Two passengers dead, 25 injured in bus accident Ghani Mendher in Poonch district; Injured rescued and evacuated to sub-district hospital in Mendhar pic.twitter.com/iFYOLvxqUh
— ANI (@ANI) May 6, 2025























