Jhargram Elephant Death: জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় হাতির মৃত্যু ঝাড়গ্রামে, কার গাফিলতি? প্রতিবাদে সরব স্থানীয়রা
Jhargram News: ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ১টা নাগাদ হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস।

অমিতাভ রথ ও অরিত্রিক ভট্টাচার্য, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু (Jhargram Elephant Death) হল। জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছিল, সেই সময়ই ঘটে দুর্ঘটনা। সঠিক প্রশিক্ষণ না থাকা হুলাপার্টির জন্য মৃত্যু বলে অভিযোগ। বনকর্মীদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ১টা নাগাদ হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। ১টি বয়স্ক ও ২টি শাবক হাতির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, ট্রেন যাওয়ার সময় হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। হাতিগুলি রেল লাইনে উঠে যেতেই বিপত্তি ঘটে। স্থানীয়দের অভিযোগ, সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হুলা পার্টির সদস্য না থাকার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বনকর্মীদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ৩টি হাতির মৃত্যুর খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। হাতিগুলির মৃতদেহ সরানো হয়। বন দফতর সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রাত ১.৪০ নাগাদ। কাটা পড়ে একটি পূর্ণবয়স্ক ও ২টি বাচ্চা হাতি। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বাঁশতলা এলাকায় ২৫-৩০ হাতির একটি দলকে তাড়ানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। তখনই ৩টি হাতি রেললাইনের ওপর চলে আসে। দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে হাওড়ামুখী বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনায় রেলের ঘাড়েই দোষ চাপিয়েছেন বনকর্তারা।
হাতিগুলির মৃত্যুর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাড়গ্রামের ডিএফও জানিয়েছেন, রাত ১১টা নাগাদ ওই এলাকায় হাতিগুলির অবস্থান সম্পর্কে রেলকে জানানো হয়েছিল। ধীর গতিতে ট্রেন চালানোর অনুরোধও করা হয় কিন্তু ট্রেনের গতি কমেনি। DFO ঝাড়গ্রাম কুমার ইমরানের দাবি, বৃহস্পতিবার রাত ১০.৫৬-য় দক্ষিণ-পূর্ব রেলকে জানানো হয় বাঁশতলা এলাকায় একটি হাতির পাল রয়েছে। অভিযোগ, তার পরেও সতর্কতা নেওয়া হয়নি। দ্রুতগতিতে ট্রেন যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটে। এনিয়ে রেলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে বন দফতর। যদিও বন দফতরের এই দাবি নিয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর ডিভিশনে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল সূত্রে খবর, ট্রেনটি ওই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল, সন্ধে ৬টা ১৫ নাগাদ। কিন্তু লেট থাকায় ট্রনটি আসে রাত ১.৪০-এ। দুর্ঘটনার পর থেকে সকাল পর্যন্ত কয়েকটি হাতি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকায় ব্যাহত হয় ওই লাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হযন বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা। ক্রেন এনে শুরু হয় হাতির মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেন। ৫ বছর আগে ঝাড়গ্রামের গিধনীতে ট্রেনে কাটা পড়ে ৩টি হাতির মৃত্যু হয়েছিল।






















